নিয়োগ মামলায় ৩ এপ্রিলের মধ্যে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাই কোর্টের

সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে? তা জানতে চেয়েই নির্দেশ জারি করে রিপোর্ট তলব করা হয়েছে

নিয়োগ মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ পাঠাল হাই কোর্ট।সিবিআই আদালতে দাবি করছে, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের একাধিক সরকারি আধিকারিকের নাম উঠে এসেছে। তাঁদের হেফাজতেও নেওয়া হয়েছে। কিন্তু সরকারি অনুমোদনের অভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সিবিআইয়ের সেই যুক্তিতেই মুখ্যসচিবকে নোটিশ পাঠাল কলকাতা হাই কোর্ট৷ শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নোটিশ জারি করেছেন৷ নিয়োগকাণ্ডে জামিন সংক্রান্ত মামলায় এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।এসএসসি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তির জামিন মামলায় সিবিআইয়ের তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইয়ের তরফ থেকে রাজ্যের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল।সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে? তা জানতে চেয়েই নির্দেশ জারি করে রিপোর্ট তলব করা হয়েছে।
আগামী ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে৷তিনি বলেন, সৎ সরকারি আধিকারিকদের তদন্তের নামে হয়রানি থেকে রক্ষা করার জন্যই অনুমতি গ্রহণের এই নিয়ম বা আইন রয়েছে। কিন্তু যেখানে আদালতের নির্দেশে বা নজরদারিতে তদন্ত হচ্ছে, সেখানে সেই তদন্ত হয়রানির জন্য করা হচ্ছে প্রাথমিকভাবে সেটা বলা যায় না। অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একটা স্বয়ংক্রিয় পদ্ধতি। এতে দেরি হওয়াটা দুঃখের বিষয়। নিয়োগে দুর্নীতি মামলায় গত দু-বছর ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছিল, যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। কলকাতা হাই কোর্টের পাশাপাশি এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তদন্তে দেরির অভিযোগ ওঠে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে।

 

 

Previous articleবিহারে নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু, চাপা পড়েছেন কমপক্ষে ৪০ শ্রমিক
Next articleউত্তরে চলবে ভারী বৃষ্টি! কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের