Thursday, July 3, 2025

দিনভর তল্লাশিতে সিবিআই, শনি রাতে দূরবীন হাতে বিজেপিকে কটাক্ষ মহুয়ার!

Date:

Share post:

সাত সকাল থেকে রাত নটা পঞ্চান্ন মিনিট, শনিবার সারাদিন ধরেই মহুয়া মৈত্রর (Mahua Moitra) বাড়ি, ফ্ল্যাট, কার্যালয়ে তল্লাশি চালালো বিজেপি পরিচালিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। কিন্তু পেল কী? উত্তর, কিচ্ছু না। এককথায় অশ্বডিম্ব বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হতো না। শনিবার সকালে আলিপুরের ‘রত্নাবলী’ আবাসনে যায় সিবিআইয়ের একটি দল। ওই আবাসনের ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল এবং মা মঞ্জু মৈত্র। শুরু হয় তল্লাশি। দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় সিবিআইয়ের দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, খালি হাতেই ফিরেছেন আধিকারিকরা। দুপুরে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরীতলায় মহুয়ার সাংসদ কার্যালয়ে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। সেখানেও কিছু মেলেনি। রাত ৮টা ৩৫ নাগাদ মহুয়ার করিমপুরের ভাড়াবাড়িতে যায় CBI। তল্লাশি চালান এক মহিলা আধিকারিক-সহ ৬ সদস্যের তদন্তকারী দল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর ১২ জন জওয়ান। রাত ৯টা ৫৮ নাগাদ বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা। রেজাল্ট এখানেও জিরো। সারাদিন চুপচাপ থাকার পর রাতে দূরবীন হাতে একটি ছবি পোস্ট করে মোক্ষম কটাক্ষ করলেন মহুয়া।

সংসদে বিজেপির বিরুদ্ধে বরাবরই সরব মহুয়া মৈত্র। রাজনৈতিকভাবে তাঁর সঙ্গে লড়াই করতে পারে না গেরুয়া নেতৃত্ব। তাই কখনও মিথ্যে অপবাদ আবার কখনও প্রতিহিংসামূলক আচরণ করে মহুয়ার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে চলেছে ভারতীয় জনতা পার্টি। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কৃষ্ণনগরের সাংসদের পরিবার পরিজনকে বিব্রত করা হয়েছে তা ভালো চোখে দেখছেন না বিরোধীরা। মহুয়ার পাশে দাঁড়িয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, “মহুয়ার সঙ্গে যা হচ্ছে, তা অসাংবিধানিক। আসলে লোকসভায় এক বলিষ্ঠ কণ্ঠকে থামাতে এই কাজ করছে বিজেপি।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মহুয়াকে ভয় পাচ্ছে বিজেপি। এত কিছু করেও কৃষ্ণনগর আসনে জেতা যাবে না বুঝতে পেরেই এই সব কাণ্ড ঘটাচ্ছে তারা।” তবে দিনের শেষে সেরা কটাক্ষ করেছেন মহুয়া নিজেই। গতকাল রাত ১০টায় নিজের এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন মহুয়া। সেখানে দেখা যায় তিনি এবং যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দূরবিনে চোখ রেখে কিছু দেখার চেষ্টা করছেন। ক্যাপশনে বিদ্রুপাত্মক ভঙ্গিতে মহুয়া লেখেন, “আজ সিবিআই আমার বাড়িতে এবং নির্বাচনী দফতরে এসেছিল। সেখানে তল্লাশি চালানো হয়। কিছুই পায়নি। আমি আর সায়নী এখনও আমাদের বিরুদ্ধে কারা বিজেপি প্রার্থী, তা খুঁজে চলেছি।” মহুয়ার এই কটাক্ষ নিয়ে এখনও পর্যন্ত কোনও জবাব দিতে পারেনি পদ্ম শিবির।

spot_img

Related articles

শহরবাসীর জন্য সুখবর! পুজোর আগেই নামছে ২০০টি পরিবেশবান্ধব এসি বাস

শহরের পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এক বড়সড় উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। পুজোর...

ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

ইংল্যান্ডের মাটিতে একদিকে যখন ভারতীয় সিনিয়র দলের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ব্রিটিশ বোলাররা। সেই সময়ই অন্যদিকে ১৪...

শুভমনের সেঞ্চুরিতে বড় রানের আশায় ভারত

শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে ভালো জায়গাতেই ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi...

অ্যাপ ক্যাব ভাড়ায় দ্বিগুণ বৃদ্ধির ছাড়পত্র, কেন্দ্রের নতুন নির্দেশিকায় চিন্তায় যাত্রীরা

অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। 'মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫' নামের নতুন...