কেরালাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল, তবে রয়েছে অনেক অঙ্ক, তাকিয়ে থাকতে হবে মোহনবাগানের দিকে

প্লে-অফের প্রশ্নে মোহনবাগান নিয়ে ভাবার কিছু নেই। তারা আগেই উঠে গিয়েছে।

গতকাল কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ফের আইএসএল-এর প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে ইস্টবেঙ্গল এফসি। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। আর তার মধ্যে অন্যত্ম হল মোহনবাগেন সুপার জায়ান্ট। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের উপরে অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গলের প্লে-অফে যাওয়ার ভাগ্য। গ্রুপ পর্বে আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। সেই তিন ম্যাচের প্রথম দুই ম্যাচ পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের মতোই প্লে-অফের লড়াইয়ে প্রবলভাবে রয়েছে এই দুই দল। ফলে কার্লোস কুয়াদ্রাতরা চাইবেন এই দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে যাক মোহনবাগান।

প্লে-অফের প্রশ্নে মোহনবাগান নিয়ে ভাবার কিছু নেই। তারা আগেই উঠে গিয়েছে। তবে তাদের লড়াই লিগ শিল্ড জিতে নেওয়া। ইস্টবেঙ্গল কেরালাকে হারানোয় উঠে এসেছে ৭ নম্বরে। এখন থেকে বাকি দুই ম্যাচ জিততেই হবে তাদের। পাশাপাশি অপেক্ষা করতে হবে বাকি ম্যাচগুলির ফলের উপরেও। ৬ নম্বরে থাকা বেঙ্গালুরু ২০ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে গিয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের পয়েন্ট সম সংখ্যক ম্যাচ খেলে ২১। লড়াইয়ে রয়েছে জামশেদপুর এফসি ও পাঞ্জাব এফসিও। মোহনবগানের বিরুদ্ধে পয়েন্ট না পেলে ২১ পয়েন্টেই থাকবে পাঞ্জাব। তবে জিতে গেলে সমস্যা বাড়বে লাল হলুদের। প্লে-অফে যেতে ২৭ পয়েন্ট পেতেই হবে ইস্টবেঙ্গলকে।

এদিকে হেরে গিয়েও প্লে-অফে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। ইস্টবেঙ্গল বাকি দুই ম্যাচ জিতলেও ৩০-এ পৌঁছতে পারবে না। শুধু ইস্টবেঙ্গল কেন? বাকি ছয় দলও উঠে যেতে পারে প্লে অফে। তবে তাদের কেউই ৩০ পয়েন্ট ছুঁতে পারবে না। ফলে ষষ্ঠ স্থান নিয়েই লড়াইয়ে বাকি ছয় দল।

আরও পড়ুন- কেরালাকে উড়িয়ে পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু লাল-হলুদের

Previous articleলোকসভা ভোটের মুখে ফের খুন তৃণমূল কর্মী! অশান্ত নাকাশিপাড়া
Next articleমেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড! বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে