খুশির ইদে কামারহাটিতে সৌজন্যের রাজনীতি সৌগত-সুজনের

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে শাসক-বিরোধী দুই শিবির। বাদ পড়ছে না উৎসবের দিনগুলিও। বরং, উৎসবের দিনগুলিকে জনসংযোগের মাধ্যম হিসেবে বেশি করে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলি। দেখা গেল শাসক বিরোধী রাজনৈতিক সৌজন্য।

আজ, শুক্রবার ইদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি। একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। সৌগত রায়ের সঙ্গে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। অন্যদিকে, সুজন চক্রবর্তীর সঙ্গী হয়েছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়।

এদিন কামারহাটি ছাইগাদা মাঠে পালিত হয় ইদ উৎসব। সেখানেই হাজির ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সৌগত রায়ের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন সুজন।

আরও পড়ুন- বন্দিজীবনের তিন দশক পার, বউবাজার বিস্ফোরণের চক্রী খালিদকে মেয়াদের আগেই মুক্তির নির্দেশ !



 

Previous articleবন্দিজীবনের তিন দশক পার, বউবাজার বিস্ফোরণের চক্রী খালিদকে মেয়াদের আগেই মুক্তির নির্দেশ !
Next articleসূর্যগ্রহণের খারাপ প্রভাবকে ভয়! মার্কিন জ্যোতিষীর কাণ্ড দেখে তাজ্জব পুলিশ