‘মশলা নেই’, নিজের এবং গম্ভীরের ঝামেলা নিয়ে এমনটাই জানালেন বিরাট

গতবছর আইপিএল-এ শিরোনামে ছিলো বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলা। সেই সময় গম্ভীর ছিলো লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর। তবে চলতি বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। এবারও নেটিজেনরা মনে করছিল ফের ঝামেলায় জড়াবেন বিরাট-গৌতম। কিন্তু আরসিবি বনাম কেকেআর ম্যাচে তেমন কিছু হয়নি। সব আশায় জল ধেলে দেন বিরাট-গৌতম দুজনেই। বেঙ্গালুরুর সঙ্গে প্রথম পর্বের সাক্ষাতে কোহলি গম্ভীরকে জড়িয়ে ধরায় অনেকেই অবাক হয়েছে।আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিরাট নিজেই। বললেন, মানুষের এই ঝগড়া নিয়ে আগ্রহ চলে গিয়েছে। কারণ এই গল্পে আর কোনও ‘মশলা’ নেই।

একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কোহলি। দর্শকদের সামনে প্রশ্নকর্তা গম্ভীরের প্রসঙ্গও তোলেন। সেই সময় কোহলি প্রথমে প্রশ্ন শুনে মৃদু হাসেন। তারপরে বলেন, “আমি জানি অনেক মানুষই আমার আচরণে হতাশ। আমি নবীনকে জড়িয়ে ধরেছিলেন। সেদিন আমাকে এসে গৌতি ভাইও জড়িয়ে ধরেছিল। তাই মানুষের জীবনে মশলা শেষ হয়ে গিয়েছে।” বেঙ্গালুরুর মাঠে কেকেআর-আরসিবি ম্যাচের জলপানের বিরতির সময় গম্ভীর এসে জড়িয়ে ধরেন কোহলিকে। ম্যাচের পরেও দু’জনে একে অপরকে জড়িয়ে ধরেন।

উল্লেখ্য, গতবছর আইপিএল-এ লখনৌয়ের পেসার নবীনের সঙ্গেও দু’টি ম্যাচে বিবাদ হয়েছিল কোহলি। উত্তপ্ত বাদানুবাদ থেকে একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনাও দেখা গিয়েছিল। সেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন গম্ভীরও। যদিও পরে নবীন সেই ঝামেলা মিটিয়ে নেন। আর এবার মিটিয়ে নেন গম্ভীর-বিরাট নিজে।

আরও পড়ুন- লখনৌ ম্যাচে নামার আগে অন্য মেজাজে রিঙ্কুরা, দিলেন কালীঘাটে পুজো