ব্যাহত ফেসবুক পরিষেবা, একাধিক দেশে সমস্যার মুখে ইউজাররা!

ফেসবুকের (Facebook) সমস্যা কিছুতেই যেন মিটছে না। মঙ্গলবার সকাল থেকেও একাধিক দেশে ব্যাহত হয়েছে মেটার (META) নিয়ন্ত্রণাধীন ফেসবুক পরিষেবা। চলতি বছরে ৩৩ বার Facebook এবং Instagram-এ বিভ্রাট দেখা গেছে। ইউজাররা বলছেন এদিন সকাল থেকেই দেখা যায় বিভিন্ন জনের প্রোফাইলে টাইমলাইন (No Timeline) ভ্যানিশ হয়ে গেছে। অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা (Social media users) বলছেন নিজেদের অ্যাকাউন্টের টাইমলাইন দেখা না গেলেও অন্যদের টাইমলাইন দেখতে সমস্যা হচ্ছে না। এর ফলে নিজেদের স্ট্যাটাস পোস্ট করা গেলেও তা দেখা যাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর, কিন্তু এখনও মেটার (META)তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ইউজাররা বলছেন, ফেসবুকে যাবতীয় ফিড দেখতে পারছেন তাঁরা। সেখানে রিয়্যাক্ট বা কমেন্টও করতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে নিজের প্রোফাইলে গেলেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে, ‘নো পোস্ট অ্যাভেলেবল’। প্রাথমিকভাবে জানা গেছে মূলত ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ফেসবুক ইউজাররাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

 

Previous articleলিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বাগান ফুটবলাররা?
Next articleছিঃ! বাড়িতে ঢুকে তফশিলি মহিলার শ্লীলতাহানি, জিতলে অপহরণের হুমকি বিজেপি নেতার