সর্বহারা সিপিএমের কোটিপতি প্রার্থী! তিনি আবার যে সে নন, খোদ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম! বামেদের এই কোটিপতি প্রার্থী এবার মুর্শিদাবাদ কেন্দ্রে “কাস্তে হাতুড়ি তারা” চিহ্ন নিয়ে লড়ছেন। যা নিয়ে সিপিএমের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছে।

আগামী ৭ মে রাজ্যে তৃতীয় দফার ভোটে চারটি লোকসভা আসনে ভোট গ্রহণ। যার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ কেন্দ্রে। ইতিমধ্যেই মনোনয়নপত্র পেশ করেছেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি যে হলফনামা দিয়েছেন তাতেই তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পদের ওই আর্থিক হিসেব জানানো হয়েছে।

জানা গিয়েছে, সিপিএম প্রার্থী ও পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৫১ হাজার টাকা। শুধু তাই নয়, ফৌজদারি মামলাও চলছে সিপিএমের সেলিমের বিরুদ্ধে। হলফনামায় তাঁরও উল্লেখ রয়েছে।

আরও পড়ুন- বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রকের! স্বাস্থ্যকর্মীদের টিকা নিশ্চিত করতে নির্দেশ
