Friday, December 19, 2025

নরেন্দ্র দাভোলকার হত্যায় যাবজ্জীবন দুজনের, প্রমাণের অভাবে বেকসুর ৩!

Date:

Share post:

প্রায় ১১ বছর পরে মহারাষ্ট্রের সমাজকর্মী নরেন্দ্র দাভোলকারের খুনের ঘটনায় দোষীদের সাজা শোনালো পুনের স্পেশাল কোর্ট। দাভোলকারের উপর গুলি চালানোয় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত। তবে সিবিআই-এর তদন্তাধীন এই ঘটনায় প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যায় আরও তিন অভিযুক্ত। রায়ের পরই দাভোলকারের পরিবারের দাবি, গুলি চালানো দুজনের শাস্তি হলেও তাঁদের পিছনে যারা আসল অভিযুক্ত, চক্রান্তকারী, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। তিন অভিযুক্তর মুক্তির ঘটনায় কার্যত সিবিআই-এর ব্যর্থতা প্রমাণিত হয়েছে।

২০১৩ সালে নিজের বাড়ির কাছে হাঁটতে গিয়ে গুলিবিদ্ধ হন মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রধান নরেন্দ্র দাভোলকার। গুলি চালায় দুই সাইকেল আরোহী। এরপরেই মহারাষ্ট্রে অন্ধবিশ্বাস বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি ও সাংবাদিক গৌরি লঙ্কেশও খুন হন ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে। দাভোলকারের মৃত্যুর প্রাথমিক তদন্ত শুরু করে পুনে সিটি পুলিশ। ২০১৪ সালে বম্বে হাইকোর্টের একটি নির্দেশে সিবিআই এই খুনের তদন্ত শুরু করে। দাভোলকারের খুনের সঙ্গেই পরের তিনটি খুনের তদন্তও যুক্ত হয়।

ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে শরদ আন্দুরে, শচিন কালাসকার, দন্ত বিশেষজ্ঞ তাওড়ে, সঞ্জীব পুনালেকর ও বিক্রম ভাবের। এরা সবাই উগ্র সনাতন ধর্মীয় সংগঠন সনাতন সংস্থার সক্রিয় সদস্য। তবে শুক্রবারের রায়ে গুলি চালানোয় অভিযুক্ত আন্দুরে ও কালাসকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ও ৫ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেয় আদালত। অন্যদিকে বাকি তিনি অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে যাওয়ার আক্ষেপ প্রকাশ করেন দাভোলকারের পরিবার। তাঁদের দাবি যদি মূল ষড়যন্ত্রকারীদের না ধরা যায় তবে এরপরে যারা খুন হয়েছেন তাঁদের মৃত্যুর তদন্তও অসম্পূর্ণ রয়ে যাবে।

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...