Wednesday, December 24, 2025

৬ সপ্তাহের মধ্যেই ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা! মালগাড়ি বেলাইন হতেই উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ ফের এক ট্রেন দুর্ঘটনা! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি উসকে ফাঁসিদেওয়ার সেই রাঙাপানিতেই ৬ সপ্তাহের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত। বুধবার রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ি লাইনচ্যুত হতেই উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই বার্তায় পরোক্ষে রেলকে (Indian Railways) কাঠগড়ায় তুলে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে প্রতিবাদ যে আরও তীব্রতর হবে তার আভাস দিলেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের।


বুধবার সকালে আচমকাই লাইনচ্যুত মালগাড়ির ২ বগি। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে মালগাড়ি বেলাইন হওয়ার কারণে আপাতত ওই লাইনে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। উল্লেখ্য, মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত ১৮টি কামরা। তবে লাগাতার ট্রেন দুর্ঘটনায় মোদি সরকারের ইচ্ছাকৃত গাফিতিকেই কাঠগড়ায় তোলা হচ্ছে।


স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায় বলে খবর। দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সেই একই জায়গায় ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল। গত ১৭ জুন, সোমবার আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। চারটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।


spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...