২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুরন্ত জয় ভারতের হকি দলের। এদিন অস্ট্রেলিয়াকে হারালো ৩-২ গোলে। এই জয়ের সুবাদে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর, অজিদের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেন হরমনপ্রীত সিং, শ্রীজেশরা।

ম্যাচে এদিন অলিম্পিক্সে পুলের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই দাপট দেখায় ভারতীয় দল। যা ফলে ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে এগিয়ে দেন অভিষেক। এক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হরমনপ্রীত সিং। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে টিম ইন্ডিয়া। তবে আক্রমণে ঝাঁঝ বাড়ায় অস্ট্রেলিয়াও। ২৫ মিনিটে ব্যবধান কমায় তারা। অজিদের হয়ে গোল ক্রেগ থমাসের। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে ভারতীয় দল।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার এগিয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত। ৩২ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন ভারত অধিনায়ক। ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান গোভার্স ব্লেক। এরপর ম্যাচের শেষ দিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে অজিরা। তবে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল ভারতীয় দল। এই জয়ের ফলে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। ১৯৭২ সালের অলিম্পিক্সের পর ২০২৪ অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত ।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদকের সামনে মানু ভাকের
