Thursday, January 22, 2026

জাস্টিস চাই কিন্তু অনুষ্ঠান বাতিল কেন! স্বস্তিকা-ঊষসীকে ঠুকে পোস্ট সঙ্গীতশিল্পী পর্ণাভর

Date:

Share post:

নিজেদের শুটিং, ফিল্মের প্রোমোশন সব চালাচ্ছেন অভিনেত্রীরা। অথচ উৎসবে নেই বলে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলছেন ঊষসী চক্রবর্তী (Ushashi Chankraborty), স্বস্তিকা মুখোপাধ্যায়রা (Swastika Mukharjee)। কিন্তু নিজেরা কাজ সেরে আন্দোলনে গিয়ে সেল্ফি তুলে পোস্ট করছেন। একে অন্যের ছবি তুলছেন। এই সব নিয়েই স্যোশাল মিডিয়ায় নিশানা করলেন সঙ্গীতশিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায় (Parnava Banerjee)। এই ‘হুজুগের’ জেরে বাতিল হচ্ছে অনুষ্ঠান। যার জেরে সমস্যায় পড়ছেন সঙ্গীতশিল্পী ও যন্ত্র সঙ্গীতশিল্পীরা। এই বিষয় নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে স্বস্তিকার সেল্ফি তোলার ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন পর্ণাভ (Parnava Banerjee)।

“উৎসবের মরশুম আসছে যার জন্য আমরা যারা পারফর্মিং আর্টস এর সঙ্গে যুক্ত তারা অপেক্ষা করে থাকি কারণ এই সময় থেকে আমাদের অনুষ্ঠানের সিজন শুরু হয় কিন্তু এবছর আর জি করের এই নির্মম ঘটনার জন্য পরিস্থিতিটা একটু অন্যরকম। আজ বহুদিন হয়ে গেল আন্দোলন চলছে। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে বলা ভালো মঞ্চের সঙ্গীত শিল্পী হিসেবে এই আন্দোলনের বিপক্ষে নয়, জাস্টিস আমরাও চাই। কিন্তু যেভাবে আন্দোলনের মধ্যে রাজনৈতিক রঙ ঢুকে গেছে বিশেষ করে সিপিএম এবং বিজেপি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের ক্যাডারদের ছাত্র সাজিয়ে ঢুকিয়ে দিচ্ছেন এবং তার সঙ্গে সামিল হচ্ছেন টলিউডের অভিনেত্রীরা সেটা খুবই পীড়াদায়ক এবং সেইসঙ্গে তারা উৎসব বয়কটের কথা বলছেন উৎসব বয়কট মানে অনুষ্ঠান ক্যান্সেল হওয়া অলরেডি গণেশ পূজো উপলক্ষে আমাদের কিছু অনুষ্ঠান ছিল সেগুলো ক্যান্সেল হয়েছে। আমরা যারা অনুষ্ঠান নির্ভর জীবিকায় আছি তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। আমি নাম করে বলছি উষসী চক্রবর্তী শ্যামল বাবুর কন্যা। যিনি শ্যামাপ্রসাদ মুখার্জী কলেজে অধ্যাপনা করেন সেই সঙ্গে টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ। তিনি কি তার অধ্যাপনার কাজ ছেড়ে সিরিয়ালের শুটিং ছেড়ে পয়সা না নিয়ে এসে আন্দোলন করছেন। সব কাজ সেরে এসে আন্দোলন করছেন এবং স্বস্তিকা মুখার্জি  উৎসব বন্ধের ডাক দিচ্ছেন তার ছবির কাজ শেষ করেছেন মোটা টাকা নিয়ে ছবি করেছেন তারপরে আন্দোলনে এসে রাত যাপন করছেন কিছুদিন আগে তাদের নিশিযাপনের সেলফিও ভাইরাল হয়েছে তার থেকে বোঝাই যাচ্ছে তারা কি ধরনের আন্দোলন করছেন এবং কি ধরনের নিশি যাপন করছেন তারা বলছেন উৎসব হবে না। আমার বক্তব্য হচ্ছে আমার মত যারা   সঙ্গীত শিল্পীরা  রয়েছেন তাহলে তাদের অনুষ্ঠানগুলো কি হবে? তারা কি সংগীত শিল্পীদের পাশে এসে দাঁড়াবেন? শুধুমাত্র সংগীতশিল্পীরাই নয় আমাদের সঙ্গে জড়িত আমাদের সাউন্ডের দাদারা আমাদের মিউজিসিয়ান দাদারা আমাদের লাইট যারা করেন তারা প্রত্যেকের পেটে লাথি পড়বে জাস্টিস হোক বিচার হোক আমরা সবাই চাই মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মানবিকভাবে এই ঘটনার তীব্র নিন্দা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা সকলে তার এই পদক্ষেপকে শ্রদ্ধা জানাই কিন্তু যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভিউ বাড়ানোর জন্য এই আন্দোলনকে হাতিয়ার করছেন সো কল্ড অভিনেতা-অভিনেত্রীরা এবং অনুষ্ঠান বন্ধের কথা বলছেন উৎসব বন্ধের কথা বলছেন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ পূজোর সময় থেকে আমাদের সিজন শুরু হয় জানুয়ারি মাস পর্যন্ত চলে সারা বছর সেই অর্থে আমাদের অনুষ্ঠান খুব কম থাকে এই সময়টাই আমরা রোজগার করি তারা প্রকারান্তরে চাইছেন এই রোজগার যাতে আমরা না করি আমার সতীর্থ সঙ্গীত শিল্পীরা কি বলবেন জানিনা আমি এই নিয়ে ফেসবুকে পোস্ট করেছি বহু বহু মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন আবার বহু মানুষ আমাকে ট্রল করেছেন আমি সব কিছুই সদর্থক ভাবে নিচ্ছি কিন্তু আমি এটাই চাইবো প্রশাসনের নিয়ম-নীতি মেনে আন্দোলন হোক সেই সঙ্গে উৎসব অনুষ্ঠান হোক যাতে আমাদের মতো শিল্পীদের পাশাপাশি সব ধরনের শিল্পীরা করে খেতে পারেন।“












spot_img

Related articles

বেঙ্গালুরুতে প্রয়াত ইলিয়াস পাশাকে শেষ শ্রদ্ধা ইস্টবেঙ্গলের, শোকবার্তা ফেডারেশনের

প্রয়াত ইস্টবেঙ্গলের(East Bengal) প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা( Ilyas Pasha)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল ক্লাব। প্রয়াত প্রখ্যাত ডিফেন্ডার ইলিয়াস...

সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়বেন জম্মু-কাশ্মীরের সিমরন। আগামী ২৬ জানুয়ারি মহড়াতে সিআরপিএফের পুরুষদলকে (CRPF male unit) নেতৃত্ব দেবেন বছর...

কর্নাটকে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত! ভাষণ অসমাপ্ত রেখে অধিবেশন ছাড়লেন গেহলট

অবিজেপি রাজ্যে সরকারের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকার মনোনীত রাজ্যপালরা (Governor)। বাংলায় ভুরি ভুরি উদাহরণ রয়েছে।...

সংগীতশিল্পী স্নিগ্ধজিৎকে হেনস্থার অভিযোগ মেদিনীপুরে, ভাইরাল ভিডিও

মেদিনীপুরে সংগীতানুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান চলাকালীন চরম হেনস্থার শিকার গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)! গান গাইতে গাইতে আচমকা মঞ্চ...