আট দিনের যাত্রা এখন আট মাসের অপেক্ষা! এখনো ঠিক হয়নি ফেরার দিনক্ষণও। কিন্তু তাতে একটুও দুঃখ নেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের। বরং মহাকাশ নিয়ে তাঁর ভালোবাসার কথা জানিয়ে আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুনীতা।

প্রসঙ্গত, গত ৫ জুন ফ্লোরিডা থেকে উড়েছিল সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুল মহাকাশ যান। তৃতীয়বারের জন্য মহাকাশ অভিযানে গিয়েছেন সুনীতা। সঙ্গে ছিলেন সহচারী ব্যারি বুচ উইলমোরও। আটদিনের অভিযান শেষ করে ফের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাদের। কিন্তু সেই আটদিন এখন আট মাসের অপেক্ষা। গতকাল রাতে তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল নাসা। সেই সাংবাদিক বৈঠক থেকেই সুনীতা জানিয়েছেন, মহাকাশ থেকেই আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে চান তিনি। বিশেষ ব্যালটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সুনীতা।

৮ দিনের কথা মাথায় রেখে গিয়ে ৮ মাস। বিষয়টি জানতে পেরে কী মনের অবস্থা কেমন ছিল? সে বিষয়ে বলতে গিয়ে সুনীতা বলেন, ‘আমি একটু নার্ভাস ছিলাম। মাথার পিছনে আসলে সেসময় চলছিল আমার পরিবারের সঙ্গে কী কী প্ল্যানিং ছিল। মায়ের সঙ্গে সময় কাটানোর কথা ছিল… কিন্তু সবাইকে দেখে আমরা নিজেদের প্রস্তুত করে ফেলি।’ এছাড়াও সুনীতা বলেন, ‘আমেরিকার নাগরিক হিসেবে ভোটপর্বে যোগদান একটা বিরাট কর্তব্য। আমরা স্পেস স্টেশন থেকেই ভোট দেব।’

আরও পড়ুন- চাঞ্চল্যকর তথ্য CBI-র হাতে, অভিশপ্ত রাতে তিলোত্তমাকে সেমিনার রুমে টেনে নিয়ে যাওয়া হয়!
