Friday, December 19, 2025

আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে নেজমেহ এফসি

Date:

Share post:

আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ফের নামছে ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার লাল-হলুদের সামনে লেবাননের নেজমেহ এফসি। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরেছে লাল-হলুদ। নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে দল। এবার গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে অস্কারের ইস্টবেঙ্গলকে। তার আগে ফুটবলারদের চাপমুক্ত রাখার চেষ্টা করছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

হেক্টর ইয়ুস্তের চোট থাকায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে অস্কার জানিয়েছেন, নক আউটে যাওয়ার কোনও অঙ্ক মাথায় রাখছে না দল। জিতেই কোয়ার্টার ফাইনাল খেলতে চান তাঁরা। ‘এ’ গ্রুপ থেকে লেবাননের দলটি প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। পশ্চিমাঞ্চলের তিনটি গ্রুপের তিন সেরা দল সরাসরি শেষ আটে খেলবে। পূর্বাঞ্চলের দু’টি গ্রুপের (ডি এবং ই) চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপের দ্বিতীয় সেরা একটি দলই শুধু নক আউটে খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে চার পয়েন্টে থাকা ইস্টবেঙ্গলের লড়াই ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আবদিশ আটাকান্টের (৩ পয়েন্ট) সঙ্গে। শুক্রবার তাদের ম্যাচ মাজিয়ার বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ড্র করলে এবং আবদিশ জিতলে নন্দকুমাররা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবেন।

যদিও এই নিয়ে কোন মাথা ঘামাতে রাজি নন লাল-হলুদ কোচ। এই নিয়ে অস্কার বললেন, ‘‘আমরা কোনও অঙ্ক, হিসেব মাথায় রাখছি না। নেজমেহর বিরুদ্ধে জিতেই নক আউটের ছাড়পত্র পেতে চাই। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপ একটু থাকেই। কিন্তু আমরা সেই চাপকে আনন্দে পরিণত করতে চাই।’’ হেক্টরের মেডিক্যাল রিপোর্ট দেখে তাঁকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বললেন, ‘‘হেক্টরের খেলার সম্ভাবনা ৫০-৫০।’’ বৃহস্পতিবার থিম্পুর চাংলিমাথাং স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গিয়েছে, দিমিত্রি দিয়ামানতাকোস, নন্দকুমার, মহেশদের চাপমুক্ত রাখতে তাঁদের মজার খেলায় ব্যস্ত রেখেছেন অস্কার। দীর্ঘ ৯ ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়ায় ফুটবলাররাও রয়েছেন খোশমেজাজে। জয়ের অভ্যাস তৈরি করাটাই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। ৯০ মিনিট একই ছন্দে খেলতে পারছে না দল। ফিটনেসের ঘাটতিই চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গল কোচকে। তাই এদিনও সিচুয়েশন ও সেটপিস অনুশীলনের আগে ফিটনেস ট্রেনিং করান অস্কার।

আরও পড়ুন- শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা, ধরে রাখল রিঙ্কু-রাসেলদের

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...