Monday, November 10, 2025

অজিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট-রোহিতরা, ক্ষুব্ধ গাভাস্কর

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ইতিমধ্যে ধাপে ধাপে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ঠিক ছিল অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু এখন সূত্রের খবর, কোন প্রস্তুতি ম্যাচ খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে নেটে অনুশীলন এবং ম্যাচ খেলার মধ্যে অনেক তফাত রয়েছে।

এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কর বলেন, “ ভারত এ দলের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভাল অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না। অনেকক্ষণ নেটে সময় কাটানোর পরেও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটারেরা। যে কারণে ভারত বিদেশের বার বার মাটিতে প্রথম টেস্ট হারে। তারপর সিরিজে ফেরে। এই কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।” এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” এটা ঠিক ভারত এ দলের বোলারেরা হয়তো মূল দলের ব্যাটারদের খুব কঠিন পরীক্ষার মুখে ফেলবে না। মূল ব্যাটারদের চোট লাগুক সেটা চাইবে না ওরা। কিন্তু তবুও ম্যাচ খেলা জরুরি। কারণ নেটে একজন ব্যাটার তিন-চার বার আউট হলেও খেলতে পারে। তাই অনেক চাপমুক্ত ভাবে ব্যাট করে তারা। ম্যাচ খেললে সেটাই বদলে যায়। মানসিকতায় বদল হয়। ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়। বোলারেরাও একটা ছন্দ পায়।”

সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই সিরিজে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে ওঠে প্রশ্ন। কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত-বিরাটরা।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, মাঠে ফিরছেন শামি, বাংলার হয়ে বল হাতে ফিরছেন তারকা পেসার


spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...