Wednesday, May 14, 2025

মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দিলেন আবেগঘন বার্তা

Date:

Share post:

বল হাতে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফির হাত ধরে প্রায় এক বছর পর বল হাতে মাঠে নেমেছেন ভারতের তারকা পেসার। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে নেন ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এমনকি ব্যাট হাতেও জ্বলে উঠেছেন শামি। জয় পেয়েছে দল। আর মাঠে ফিরে দলের হয়ে এমন পারফরম্যান্স করেই আবেগঘন বার্তা শামির। সোশ্যাল মিডিয় পোস্ট করেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলা দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শামি লেখেন, “ অসাধারণ ম্যাচ! বাংলা ১১ রানে নাটকীয় জয় পেয়েছে। প্রতিটা উইকেট, প্রতিটা রান আর মাঠের প্রতিটা মুহূর্ত, সবকিছুই আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রতিবার নিজের সেরাটুকু উজাড় করে দিতে উৎসাহিত করে। চলো, এই মরশুমটাকে উপভোগ্য করে তুলি। ”

এদিকে শামির এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি চান অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাঠানো হক শামিকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তাহলেও অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আজ ও ভালো বল করেছে। শামির অনুশীলনে থাকা দরকার। পরের টেস্টেই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।“

বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই , অনেকের মতে অস্ট্রেলিয়া সিরিজে পাঠানো উচিত শামিকে। তবে নির্বাচকরা একটু সময় নিতে চান । এরপর বাংলার টি-২০ ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মনে করা হচ্ছে সেই টুর্নামেন্টে খেলতে পারেন শামি।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ফের গম্ভীরকে নিশানা অস্ট্রেলিয়ার, দিলেন খোঁচা

spot_img

Related articles

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...