Sunday, August 24, 2025

মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দিলেন আবেগঘন বার্তা

Date:

Share post:

বল হাতে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফির হাত ধরে প্রায় এক বছর পর বল হাতে মাঠে নেমেছেন ভারতের তারকা পেসার। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে নেন ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এমনকি ব্যাট হাতেও জ্বলে উঠেছেন শামি। জয় পেয়েছে দল। আর মাঠে ফিরে দলের হয়ে এমন পারফরম্যান্স করেই আবেগঘন বার্তা শামির। সোশ্যাল মিডিয় পোস্ট করেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলা দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শামি লেখেন, “ অসাধারণ ম্যাচ! বাংলা ১১ রানে নাটকীয় জয় পেয়েছে। প্রতিটা উইকেট, প্রতিটা রান আর মাঠের প্রতিটা মুহূর্ত, সবকিছুই আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রতিবার নিজের সেরাটুকু উজাড় করে দিতে উৎসাহিত করে। চলো, এই মরশুমটাকে উপভোগ্য করে তুলি। ”

এদিকে শামির এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি চান অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাঠানো হক শামিকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তাহলেও অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আজ ও ভালো বল করেছে। শামির অনুশীলনে থাকা দরকার। পরের টেস্টেই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।“

বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই , অনেকের মতে অস্ট্রেলিয়া সিরিজে পাঠানো উচিত শামিকে। তবে নির্বাচকরা একটু সময় নিতে চান । এরপর বাংলার টি-২০ ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মনে করা হচ্ছে সেই টুর্নামেন্টে খেলতে পারেন শামি।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ফের গম্ভীরকে নিশানা অস্ট্রেলিয়ার, দিলেন খোঁচা

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...