Friday, January 30, 2026

আইন মেনেই চলব: রাতভর জেলে, বাইরে বেরিয়ে প্রতিক্রিয়া অল্লুর

Date:

Share post:

হাইকোর্ট থেকে জামিন মিলেছিল শুক্রবারেই। তবে জেল মুক্তি হতে শনিবার সকাল হয়ে গেল। সকালেই হায়দ্রাবাদের চঞ্চলগুড়া (Chanchalguda) জেল থেকে বেরিয়ে এলেন পুষ্পা (Pushpa)। তবে রাতের সব ক্লান্তি ভুলে সকাল থেকেই ফের ভালোবাসার মানুষ, অনুরাগীদের সামনে হাজির অল্লু।

নিম্ন আদালতে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হলেও তেলেঙ্গানা হাইকোর্ট (Telengana High Court) অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun)। যাবতীয় জামিনের প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকাল সোয়া সাতটা নাগাদই চঞ্চলগুড়া জেলের বাইরে বেরিয়ে আসেন অল্লু অর্জুন। সরাসরি চলে যান তার জুবিলি হিলস-এর বাড়িতে। সেখানেই সাংবাদিকদের অনুরোধে অল্লু প্রতিক্রিয়া দেন আইনের পথে তিনি চলবেন এবং এই মামলায় প্রশাসনকে যাবতীয় সহযোগিতা করবেন।

হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) পুষ্পা টু-এর (Pushpa-2) প্রিমিয়ারে আচমকাই অল্লু অর্জুন উপস্থিত হতেই হুড়োহুড়ি শুরু হয়। সেখানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আহত হয় তার সন্তান। এরপরই শুক্রবার অল্লুকে গ্রেফতার করে তেলেঙ্গানা (Telengana) পুলিশ। তবে অল্লুর (Allu Arjun) গ্রেফতারির পরে নিহত রেবতির স্বামী ভাস্কর এই মামলা তুলে নেবারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, যে দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে তার জন্য অল্লু অর্জুন দায়ী নন।

তবে শনিবার জেল মুক্তি হওয়ার পর অনেকটাই নিশ্চিন্ত দেখায় অল্লু আর্জুনকে। তিনি জানান গোটা ঘটনার জন্য তিনি গভীরভাবে শোকাহত। তবে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) তিনি গত ৩০ বছর ধরে সিনেমা দেখতে যান কখনো এ ধরনের ঘটনা ঘটেনি এটা নিতান্তই দুর্ঘটনা।

সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সকলকে এবং সব ভক্তদের, এই কঠিন পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য। তাঁর দাবি তিনি সুস্থ রয়েছেন। একজন আইন মেনে চলা নাগরিক (law abiding citizen) হিসাবে তিনি গোটা ঘটনায় প্রশাসনকে সহযোগিতা করবেন এবং নিহত মহিলার পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো সম্ভব তিনি পাশে থাকবেন।

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...