Wednesday, November 26, 2025

বাংলাদেশ পালানোর চেষ্টায় ছিল, পুলিশের এনকাউন্টারে খতম পলাতক বন্দি সাজ্জাক

Date:

Share post:

রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট করে দিয়েছিলেন পথ, পুলিশকে দুটি গুলি করলে পুলিশ চারটি গুলি করবে। সেই পথে হেঁটেই বাংলাদেশ সীমান্তে পলাতক বন্দি সাজ্জাককে এনকাউন্টারে খতম করল পুলিশ। গত বুধবার দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সাজ্জাক। চেষ্টায় ছিল বাংলাদেশে পালানোর। কিন্তু পুলিশ সেই সুযোগ দিল না। বাংলাদেশ পালানোর আগেই এনকাউন্টারে ধরাশায় করল গোয়ালপোখরের ফেরার বিচারাধীন বন্দি সাজ্জাক আলমকে।

শুক্রবার গভীর রাতে পুলিশ সাজ্জাককে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায়। এরপর তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সাজ্জাকের। গোপন সূত্রে পুলিশ খবর পায়, সাজ্জাক গোয়ালপোখরের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ পুলিশ ধাওয়া করে তাকে। কিচকতলা ব্রিজের কাছে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। সাজ্জাক পালানোর চেষ্টা করলে পুলিশ ৩ রাউন্ড গুলি চালায়। জখম হয় সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় সাজ্জাকের। কালিয়াচকে পোলট্রি ফার্মের মালিক খুনে অভিযুক্ত সাজ্জাক আলম রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দি ছিল। গত বুধবার ইসলামপুর আদালতে হাজিরার পর প্রিজন ভ্যানে করে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। সেই সময় গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে শৌচকর্ম করার নাম করে প্রিজন ভ্যান থেকে নেমে দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তারপর বাইকে চড়ে চম্পট দেয় সে। রায়গঞ্জ পুলিশ সুপার সাজ্জাকের মাথার দাম ধার্য করে ২ লক্ষ টাকা। বৃহস্পতিবার জখম দুই পুলিশকর্মীকে দেখতে গিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৪৮ ঘণ্টার মধ্যে সাজ্জাককে গ্রেপ্তার করতে হবে বলে নির্দেশ দেন। এ পাশাপাশি তিনি বলেন, পুলিশের উপর গুলি চালালে পাল্টা ৪ গুণ গুলি চালানো হবে। ডিজির সেই বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে খতম হল সাজ্জাক। তাকে পালাতে সাহায্যকারী আবাল এখনও ফেরার। আবালের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবালের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন- আজ‌ সোনা-রুপোর দাম কিছুটা বাড়ল

 

 

 

 

spot_img

Related articles

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...

ট্রেনে উঠে গন্তব্য বদল! রাজ্যপালের গতি প্রকৃতিতে ফের প্রশ্ন

ট্রেনে আচমকা আলাপেই নিজের গন্তব্য বদলে ফেললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুর্শিদাবাদ সফরে নির্ধারিত পথ বদলে সোজা...