পণ নিয়ে অশান্তি, মারধরের অভিযোগ এশিয়াডে ব্রোঞ্জজয়ী খেলোয়াড়ের বিরুদ্ধে

২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুইটি বূরা।

পণ নিয়ে অশান্তি। মারধরের অভিযোগ এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপক হুডার বিরুদ্ধে। দু’জনই ক্রীড়াবিদ। দু’জনেই পেয়েছেন আন্তর্জাতিক স্তরে সাফল্য । যাদের কথা বলা হচ্ছে তারা হলেন সুইটি বূরা এবং দীপক হুডা। বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে জানা যাচ্ছে, বৈবাহিক জীবনে অশান্তি চলছে সুইটি বূরা এবং দীপক হুডার। দীপকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সুইটি । সুইটির অভিযোগ, পণ চেয়ে নিত্য দিন মারধর করেন দীপক। সেই কারণেই তিনি থানায় যেতে বাধ্য হয়েছেন। যদিও সুইটির পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দীপকও। ২০২২-এর ৭ জুলাই বিয়ে হয় দীপক এবং সুইটির ।

জানা যাচ্ছে, হরিয়ানার হিসার এবং রোহতকের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুইটি জানিয়েছেন, পণ হিসাবে তাঁর পরিবারের থেকে নগদ এক কোটি টাকা এবং একটি এসইউভি গাড়ি চেয়েছিলেন দীপক। তা না পাওয়ায় শারীরিক নির্যাতন করতেন সুইটির স্বামী দীপক। পাল্টা দীপকের অভিযোগ, সুইটির পরিবার তাঁর সম্পত্তি আত্মসাৎ করতে চেয়ে নিয়মিত হুমকি দিচ্ছে। এই নিয়ে হিসারের মহিলা থানার এসএইচও সীমা বলেন, “২৫ ফেব্রুয়ারি স্বামী দীপক হুডার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুইটি বূরা। বিলাসবহুল গাড়ির আবদার মেটানো হয়েছে। তার পরেও দীপক স্ত্রীর উপর অত্যাচার করতেন এবং নগদ টাকা চাইতেন।”

যদিও এই নিয়ে মুখ খুলেছেন দীপক। তিনি একসর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “আমি চিকিৎসার নথি জমা দিয়ে পরে একটি তারিখ চেয়ে নিয়েছি। অবশ্যই থানায় যাব। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনও খারাপ কথা বলতে রাজি নই। ওর সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি।“ জানা যাচ্ছে, দীপককে থানায় তলব করা হলেও তিনি আসেননি ।

২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুইটি বূরা। চলতি বছর জানুয়ারিতে অর্জুন পুরস্কার পেয়েছেন। অন্য দিকে, দীপক ২০১৬ সালে দক্ষিণ এশীয় গেমসে ভারতের হয়ে সোনা জিতেছিলেন। এবং ২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত, দেওয়া হতে পারে বিশ্রাম : সূত্র

—

 

—

 

—

 

—