উস্তি বাগাড়িয়া বাজারে শুটআউটের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৮

উস্তির বাগাড়িয়া বাজারে শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত খোকন মণ্ডল-সহ মোট ৮ জনকে গ্রেফতার করল উস্তি থানার পুলিশ। পাশাপাশি ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour Police) সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে (Mitun Kumar Dey)।

গত ৬ ফেব্রুয়ারী রাতে উস্তির বাগাড়িয়াটে শুটআউটে খুন হন বুদ্ধদেব হালদার। ঘটনার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে তদন্তের জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২০ দিনের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। মাটি ব্যবসার ভাগাভাগি নিয়ে বচসার জেরে খুনের ঘটনা বলে জানানো হয়।