ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

Date:

Share post:

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে স্টোডিয়াম ছাড়ার অনুরোধ করলেন খোদ আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। কার্যত ফ্লাডলাইট(Floodlight) সমস্যা হওয়ার জন্যই শেষপর্যন্ত ম্যাচত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। যদিও ম্যাচ স্থগিতের পিছনে আরও অন্যান্য কোনও কারণ আছে কিনা তা অবশ্য এখনই বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।

এদিন ধরমশালায় দিল্লি ক্যাপিটালসের(DC) বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস(PBKS)। বৃষ্টির জন্য এমনিতেই খেলা প্রায় এক ঘন্টা দেরীতে শুরু হয়েছিল। কিন্তু ম্যাচ ১০ ওভার পর্যন্ত গড়াতেই সমস্যা দেখাস দেখা দিয়েছিল ধরমশালার(Dharamshala) ফ্লাড লাইটে। এরপরই আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত খেলা পরিত্যক্তই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল পঞ্জাবের কিংস বাহিনী। প্রিয়াংশ আরিয়ার ৭০ রান এবং প্রভসিমরণ সিংয়ের ৫০ রানে ভর করে ১০ ওভার ১ বলেই ১২২ রানে পৌঁছে গিয়েছিল পঞ্জাব কিংস। এরপরই মাঠের ফ্লাডলাইটের সমস্যা দেখা দেয়। খেলা বন্ধ করে দেওয়া হয় তখন।

সেই সময়ই অবশ্য ধরমশালা থেকে কিছুটা দূরে জম্মু ও পাঠানকোটে এয়ার রেডে অ্যালার্ট জারি হয়। এরপরই অবশ্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। এরপরি সমর্থকদের মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কোনওরকম প্যানিক অবশ্য সেখানে ছিল নাষ নির্বিঘ্নেই পুরো পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। শুধু তাই নয় এরপর মাঠে অরুণ ধুমালকেও দেখা যায় সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করতে।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...