Monday, August 11, 2025

ভারতীয় সেনার অভিযান নিয়ে অপপ্রচার, চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডেল ব্লক নয়াদিল্লির 

Date:

Share post:

পাকিস্তানের পর এবার বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ভারতীয় সেনার (Indian Army) ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) নিয়ে লাগাতার অপপ্রচারের জেরে এবার এদেশে ব্লক করে দেওয়া হল চিনা সরকার পরিচালিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমসে’র এক্স হ্যান্ডেল (Global Times X handle withholds)। গত ২২ এপ্রিল পহেলগাম হামলার বদলা নিতে অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু এই নিয়ে লাগাতার তথ্য বিকৃত করে অপপ্রচার করে যাচ্ছে চিনের অফিসিয়াল সংবাদমাধ্যম। তাই ভুল খবর প্রচারের জন্য বুধবার থেকে ভারতে ব্লক করা হলো ‘গ্লোবাল টাইমস’ এবং ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডেল।

ভারতীয় বিদেশমন্ত্রক (Ministry of External Affairs of India) সূত্রে জানা গেছে গত সোমবার (১২ মে) গ্লোবাল টাইমসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নিয়ে বেজিংয়ের ভারতীয় দূতাবাস নিন্দা প্রকাশ করেছিল। পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচারের বিষয়টি নজরে আসতেই সঠিক তথ্য যাচাই করার বার্তা দিয়েছিল ভারত। কিন্তু তারপরেও চিনের সরকারি সংবাদ মাধ্যম নিজের জায়গা থেকে নড়েনি। এবার কড়া সিদ্ধান্ত নিল ভারত, ব্লক করা হল তাদের এক্স অ্যাকাউন্ট।পাশাপাশি অরুনাচলের বিভিন্ন জায়গায় ‘দাদাগিরি’ দেখিয়ে নাম পরিবর্তনের চেষ্টা শুরু করেছে ড্রাগনের দেশ। চিনের এই আচরণকে নীতিবিরুদ্ধ বলেও জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে তুরস্কের সরকারি সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেল টিআরটি ওয়ার্ল্ডকেও (TRT World) ব্লক করেছে নয়াদিল্লি।

 

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...