অপরেশন সিন্দুর-এ ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়দিনে প্রস্তাব: অধ্যক্ষ

Date:

Share post:

বিরোধীদের দাবি সত্ত্বেও সংসদে অপরেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকেননি কেন্দ্র। পশ্চিমবঙ্গ বিধানসভাতেই অপরেশন সিন্দুর-এ ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। সোমবার থেকে বিধানসভার (Assembly) পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। সপ্তাহ দুয়েক চলবে অধিবেশন। মঙ্গলবার বিধানসভার আগামী অধিবেশনের দ্বিতীয়দিনে এই সরকারি প্রস্তাব নিয়ে দুঘণ্টা আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ওইদিনের আলোচনায় অংশ নেবেন বলে অধ্যক্ষ জানিয়েছেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানান, সংসদে অপরেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হোক। বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই দাবিতে কর্ণপাত না করে, বাদল অধিবেশনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)।

বিধানসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। যদিও প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী ওই বৈঠক বয়কট করেন। তবে উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদহের একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে BJP। এই প্রসঙ্গে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিধিমাফিক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

এই অধিবেশনে OBC সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে একটি সংবিধান সংশোধনী প্রস্তাব আনার কথাও শোনা যাচ্ছে। বিধানসভার একাধিক স্থায়ী কমিটির রিপোর্টও এই অধিবেশনে তোলা হবে বলে সূত্রের খবর। প্রশাসনিক স্বচ্ছতা ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয় এই রিপোর্টগুলিতে স্থান পাবে। ফলে এই অধিবেশন রাজনৈতিক মতপার্থক্য ছাড়াও একাধিক বাস্তবমুখী ও প্রশাসনিক আলোচনার ক্ষেত্র হতে চলেছে।
আরও খবর: চুপিসারে পুরীর প্রাক্তন সাংসদকে বার্লিন প্রাসাদের ছাদে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...