কালীগঞ্জে আলিফার জয় শুধু সময়ের অপেক্ষা, নজর মার্জিনে

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনার গতিতে বিকেলের মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফল। তবে ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর দাবি, “জয় সুনিশ্চিত। এখন শুধু মার্জিন কতটা বাড়ে, সেটাই দেখার।”

প্রসঙ্গত, আলিফার প্রয়াত পিতা নাসিরউদ্দিন আহমেদ ২০২১ সালের নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে, বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছিলেন। এবারও তাঁর কন্যার প্রতি জনসমর্থন দেখে রাজনৈতিক মহলের ধারণা—এই জয়ও একতরফা হতে চলেছে।

এইবারের নির্বাচনে বিজেপি শিবিরে ছিল না আগের মতো হাই-প্রোফাইল প্রচার। মোদি, অমিত শাহ বা অন্যান্য কেন্দ্রীয় নেতাদের আগমন দেখা যায়নি। দলীয় সংগঠনেরও ছিল ঘাটতি। এমনকি, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগেও পিছিয়ে ছিল বিরোধীপক্ষ।

অন্যদিকে, কালীগঞ্জে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় স্তরের জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা কর্মসূচি—যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, আলো ইত্যাদি—নিয়মিত রূপায়ণ করেছেন। যার প্রভাব সরাসরি ভোটের বাক্সে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূলের কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও ৭৩ শতাংশ ভোট পড়েছে, এটা বড় বার্তা। বিরোধীরা যতই অপপ্রচার করুক, মানুষ আমাদের পাশে থেকেছে। আমরা একজোট হয়ে লড়েছি। এখন শুধু জয় উদ্‌যাপনের অপেক্ষা।” সব মিলিয়ে, কালীগঞ্জে জয়ের রূপরেখা প্রায় স্পষ্ট। এখন শুধু দেখার, আলিফা আহমেদ তাঁর পিতার ভোট মার্জিনের রেকর্ড ভাঙতে পারেন কি না।

আরও পড়ুন – চেরনোবিলের মতো বিস্ফোরণ! ইরানের পারমাণু বিদ্যুৎকেন্দ্রে জোরালো হামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...