Monday, August 25, 2025

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনার গতিতে বিকেলের মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফল। তবে ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর দাবি, “জয় সুনিশ্চিত। এখন শুধু মার্জিন কতটা বাড়ে, সেটাই দেখার।”

প্রসঙ্গত, আলিফার প্রয়াত পিতা নাসিরউদ্দিন আহমেদ ২০২১ সালের নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে, বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছিলেন। এবারও তাঁর কন্যার প্রতি জনসমর্থন দেখে রাজনৈতিক মহলের ধারণা—এই জয়ও একতরফা হতে চলেছে।

এইবারের নির্বাচনে বিজেপি শিবিরে ছিল না আগের মতো হাই-প্রোফাইল প্রচার। মোদি, অমিত শাহ বা অন্যান্য কেন্দ্রীয় নেতাদের আগমন দেখা যায়নি। দলীয় সংগঠনেরও ছিল ঘাটতি। এমনকি, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগেও পিছিয়ে ছিল বিরোধীপক্ষ।

অন্যদিকে, কালীগঞ্জে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় স্তরের জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা কর্মসূচি—যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, আলো ইত্যাদি—নিয়মিত রূপায়ণ করেছেন। যার প্রভাব সরাসরি ভোটের বাক্সে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূলের কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও ৭৩ শতাংশ ভোট পড়েছে, এটা বড় বার্তা। বিরোধীরা যতই অপপ্রচার করুক, মানুষ আমাদের পাশে থেকেছে। আমরা একজোট হয়ে লড়েছি। এখন শুধু জয় উদ্‌যাপনের অপেক্ষা।” সব মিলিয়ে, কালীগঞ্জে জয়ের রূপরেখা প্রায় স্পষ্ট। এখন শুধু দেখার, আলিফা আহমেদ তাঁর পিতার ভোট মার্জিনের রেকর্ড ভাঙতে পারেন কি না।

আরও পড়ুন – চেরনোবিলের মতো বিস্ফোরণ! ইরানের পারমাণু বিদ্যুৎকেন্দ্রে জোরালো হামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version