Sunday, November 2, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুটা বেশ ভালোভাবেই করেছে ভারত। বোলিংয়ে এখনও পর্যন্ত সেভাবে বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে না পারলেও ভারতীয় ব্যাটিং লাইনআপ দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে। ভারতের ব্যাটিংয়ের প্রশংসা আগেই করেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। এবার গৌতম গম্ভীরের(Gautam Gambhir) প্রশংসা শোনা গেল সৌরভের মুখে। ভারতীয় কোচ হিসাবে গম্ভীর ভালো কাজ করছেন বলেই মনে করছেন সৌরভ(Sourav Ganguly)।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড় তৈরি করেছে ভারত। শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋ।ভ পন্থ সেঞ্চুরি পেয়েছেন। বল হাতে দ্বিতীয় দিন একাই তিনটি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই গৌতম গম্ভীরের(Gautam Gambhir) তত্ত্বাবধানের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ। শেষপর্যন্ত এই টেস্টে ভারত জেতে কিনা সেটা তো সময়ই বলবে।

গৌতম গম্ভীরের প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ(Sourav Ganguly) জানান, “গৌতম গম্ভীর ভালো কাজই করছেন। তিনি শুরুটা হয়ত খানিকটা ধীর গতিতে করেছেন, যেমন অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের কাছে টেস্টে হার। কিন্তু এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে”।

সৌরভ আরও জানিয়েছেন, “আমি তাঁর কাজ খুব কাছ থেকে দেখার সুযোগ এখন পর্যন্ত পাইনি। কিন্তু তিনি অত্যন্ত উচ্ছাকাঙ্খী। তাঁর সঙ্গে একসঙ্গে কাজ না করার ফলে গম্ভীরের স্ট্র্যাটেজি খুব একা কাচ থেকে দেখতে পাইনি। কিন্তু তাঁর সঙ্গে যখন একসঙ্গে খেলেছি দেখেছি তিনি কতটা ভালো একজন মানুষ এবং ক্রিকেটার”।

বিরাট, রোহিত হীন এই টেস্ট সিরিজে শুরুটা বেশ ভালোভাবেই করেছে টিম ইন্ডিয়া। তারুণ্যের আধিক্য এখন ভারতীয় দলে। আর এর পিছনে যে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে চ্যালেঞ্জটাও বেশি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version