Thursday, January 22, 2026

খেজুরিতে বনধের নামে অশান্তি বিজেপির, ধৃত ৯

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে কর্মনাশা বনধ হয় না। কিন্তু গায়ের জোর অশান্তি পাকাতে চায় বিজেপি। খেজুরিতে (Khejuri) জোর করে জনজীবন ব্যাহত করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপির (BJP) নেতা-কর্মীরা।

শুক্রবার রাতে এলাকার যুবর সুজিত দাস ও প্রৌঢ় চন্দ্র পাইকের মৃত্যু হয়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রাও জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। কাঁথির এসডিপিও দিবাকর দাস জানান, “অভিযোগের তদন্ত চলছে। কার গাফিলতিতে মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে।” কিন্তু এটাতেও রাজনীতির রং লাগাতে চায় বিজেপি (BJP)। এটিকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করে সোমাবার খেজুরি বনধের ডাক দেয় তারা।

খেজুরি বিদ্যাপীঠের কাছে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়কে ফলের পেটি রেখে অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাজ্য সড়ক থেকে তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা বাঁধে। পরে ধস্তাধস্তি বেধে যায়। বাঁশগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এখনও পর্যন্ত ৯ জন বন্‌ধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের (TMC) সভাপতি জালাউদ্দিন খান বলেন, “শুভেন্দু অধিকারী বরাবর লাশের রাজনীতি করতে ভালোবাসেন। শকুনের মতো চেয়ে থাকেন কখন লাশ পড়বে আর তিনি সাম্প্রদায়িক রাজনীতি শুরু করবেন। এবারেও তার অন্যথা হয়নি। রাতে অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। নিছক একটা দুর্ঘটনাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে রাজনীতি করতে শুরু করেন বিরোধী দলনেতা। কিন্তু অনুষ্ঠান মঞ্চের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে সত্য ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। এরপরেও বিজেপির লজ্জা করে না?”
আরও খবরআরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু হবে ২২ জুলাই

spot_img

Related articles

ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোকপ্রকাশ অভিষেকের

জম্মুর (Jammu) ডোডায় গাড়ি দুর্ঘটনায় (Accident) ১০ সেনার প্রাণহানিতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ! ১১ জনকে উদ্ধার ভারতীয় প্রশাসনের

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ (Muri Ganga Accident)। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাম 'এমভি তামজিদ নাসির'। বুধবার বিকেলে...

সরকারের চাপে বিশ্বকাপ বয়কট! চরম ক্ষতির মুখে বাংলাদেশ

কূটনীতির আবেগে গা ভাসিয়ে এবং ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ( T20 World Cup )বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আসন্ন...

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর...