Sunday, November 16, 2025

রাজ্যে কমছে রফতানি, পদ্মার ইলিশের দাম চড়ছে আকাশে

Date:

দুর্গাপুজো মানেই ইলিশ ভোজনের আনন্দ। কিন্তু এ বার সেই আনন্দে কষাঘাত। আগের বছরের তুলনায় অনেকটাই কম আসছে বাংলাদেশি ইলিশ। বাংলাদেশ সরকার জানিয়েছে, এ বছর ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছে মাত্র ১২০০ টন ইলিশ পাঠানোর। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩ হাজার মেট্রিক টন। ফলে পুজোর বাজারে পদ্মার ইলিশ পেতে হলে ক্রেতাদের খানিকটা বেশি দাম গুনতে হতে পারে বলেই আশঙ্কা।

বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ সরবরাহ কম হলেও উৎসবের মরশুমে ভারতের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে রফতানি করা যাবে। সীমিত পরিমাণ রফতানি হলেও দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তা দিচ্ছে এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় রফতানি নীতি (২০১৫-১৮)-তে শর্তসাপেক্ষে ইলিশ পাঠানোর অনুমতি ছিল। ২০১৯ সাল থেকে দুর্গাপুজোর আগে ভারতেও ইলিশ পাঠানো শুরু হয়। ২০২১ পর্যন্ত নিয়মিত রফতানি হলেও পরে শেখ হাসিনার সরকার তা বন্ধ করে দেয়। তবুও উৎসবের মরশুমে বিশেষ ছাড় দেওয়া হতো। গত বছর হাসিনা সরকারের পতনের পরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রথমে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন জানায়, দেশে চাহিদা মেটানোই অগ্রাধিকার, তাই রফতানি বন্ধ রাখা হবে। পরে সিদ্ধান্ত বদল হয় এবং ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। এ বারও মিলছে অনুমতি, তবে পরিমাণ আগের বছরের অর্ধেক। ফলে বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পদ্মার ইলিশের চাহিদা মেটানো কঠিন হবে। ক্রেতাদের পকেট ফাঁক হতে বাধ্য। কিন্তু উৎসবের মরশুমে ইলিশের রসে ভিজতে বাঙালির যে কোনও আপস নেই—সেই পুরনো ছবিই ফের দেখা যাবে বাজারে।

আরও পড়ুন- বাংলা মডেলে দিল্লির দুর্গাপুজোতে ছাড় ঘোষণা রেখা গুপ্তার, সঙ্গে আজব ফরমান!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version