দুর্গাপুজো মানেই শুধু ভক্তি আর আনন্দ নয়, সৃজনশীলতারও এক মহামেলা। প্রতিমা, মণ্ডপ, আলো, ভাবনা—সবেতেই লুকিয়ে থাকে শিল্পীদের অক্লান্ত পরিশ্রম আর নতুনত্বের ঝলক। সেই শিল্পচেতনার স্বীকৃতি দিতেই রাজ্যের উদ্যোগে ২০১৩ সালে শুরু হয়েছিল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। তারপর থেকেই বাঙালির সবচেয়ে বড় উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই প্রতিযোগিতা।

বৃহস্পতিবার এবারের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন। কলকাতা থেকে জেলার পুজো, এমনকি দেশ-বিদেশের থিম পুজো! কে পাবেন ‘সেরা প্রতিমা’, কার ভাগ্যে জুটবে ‘সেরা মণ্ডপ’ কিংবা ‘সেরা ভাবনা’—সে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শারদোৎসব যত এগোচ্ছে, ততই চড়ছে উৎসবের আমেজ আর প্রতিযোগিতার রং।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকায়— কলকাতা পৌরসংস্থা, বিধাননগর, বরানগর ও দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় মোট বারোটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা— এই বিভাগগুলোতে পুরস্কৃত হবে পুজোগুলি।

অন্যদিকে, কলকাতার বাইরে রাজ্যের ২২টি জেলায় চারটি বিভাগে স্বীকৃতি দেওয়া হবে— সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা। পঞ্চমী বা ষষ্ঠীর দিন বিচারকমণ্ডলী নির্বাচিত কমিটিগুলির নাম ঘোষণা করবে।১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে রাজ্য সরকারের বিভিন্ন ওয়েবসাইটে— [www.egiyebangla.gov.in](http://www.egiyebangla.gov.in), [www.wb.gov.in](http://www.wb.gov.in), [www.icad.wb.gov.in](http://www.icad.wb.gov.in) এবং [www.bbss.wb.gov.in।](http://www.bbss.wb.gov.in।) কলকাতা তথ্যকেন্দ্র এবং প্রতিটি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকেও এই সময়সীমার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

শারদোৎসবের আবহে বিশেষ আকর্ষণ দুর্গাপুজো বিসর্জনের শোভাযাত্রা। কলকাতায় ‘রেড রোড কার্নিভ্যাল’ হবে আগামী ৫ অক্টোবর, রবিবার। জেলার পাশাপাশি নির্দিষ্ট মহকুমাগুলিতে কার্নিভ্যালের আয়োজন করা হবে ৪ অক্টোবর, শনিবার। রাজ্য সরকারের দাবি, এই সম্মান শুধু পুজোর প্রতিযোগিতা নয়, বরং বাংলার শিল্পচেতনা ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি উদ্যোগ।

আরও পড়ুন – দূরপাল্লার ট্রেনের ভুয়ো বুকিংয়ে লাগাম, কড়া নজরদারিতে রেল

_

_

_

_
_