ধাপার পাশে তৈরি হচ্ছে নতুন ‘স্মার্ট ভাগাড়’

Date:

Share post:

পরিস্থিতি হাতে বাইরে যাওয়ার আগেই কলকাতার ভবিষ্যৎ চিন্তা করে এবার ধাপার পাশেই তৈরি হচ্ছে নতুন স্মার্ট ধাপা। রাজ্য সরকারের (State Government) আর্থিক সহায়তায় বহুদিন ধরেই এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা চলছিল। তবে এবার নিজস্ব উদ্যোগেই বড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা (Kolkata) পুরসভা। প্রায় ৭৩ হেক্টর জমিতে আধুনিক ময়লা ফেলার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই ওই জমিতে চাষ করা ৮৮৩ জনকে চিহ্নিত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেককে প্রতি কাঠা জমির জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এছাড়া ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮ সেপ্টেম্বর প্রস্তাবটি প্রথম পেশ করা হয় মেয়র পরিষদ বৈঠকে। বুধবার, ১০ সেপ্টেম্বর মাসিক অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে অনুমোদনও পেয়ে গিয়েছে এই প্রকল্প। তথ্য অনুযায়ী, কলকাতার (Kolkata) ভাগাড়ে প্রতিদিন আনুমানিক ৫২০০ মেট্রিক টন জঞ্জাল ফেলা হচ্ছে। তার মধ্যে শুধু হাওড়া পুরসভার ময়লা প্রতিদিন আসছে প্রায় ৩০০ মেট্রিক টন। বিধাননগর, পানিহাটি, দমদম এবং এনকেডিএ-র জঞ্জালও কলকাতার ধাপাতে ফেলা হচ্ছে প্রতিদিন। পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন নতুন ভাগাড় তৈরী করার ক্ষেত্রে গ্রিন ট্রাইবুনালের গাইডলাইন মেনে আধুনিক রিসাইক্লিং ব্যবস্থা করা হবে।

মনে করা হচ্ছে, এই মুহূর্তে কাজ শুরু না করলে বেলগাছিয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। সেই বিপর্যয় আটকাতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় কাউন্সিলর ও বরো চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার পর জমির চাষিরাও রাজি হয়েছেন। পুরসভার এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

spot_img

Related articles

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...

চুমু প্রতি ১ হাজার টাকা! বিস্ফোরক ‘কাস্টিং কাউচে’র অভিজ্ঞতা শোনালেন সইফ

হ্যান্ডসাম ছোটে নবাব। প্রথম বিয়ে বয়সে অনেক বড় অমৃতা সিংকে। দ্বিতীয় স্ত্রী আবার তাঁর থেকে অনেক ছোট। সেই...

বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

বঙ্গজীবনের পুজো উচ্ছ্বাস-উন্মাদনার নতুন শরিক 'রক্তবীজ-টু' (Raktabeej 2)ক্রেজ। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় (Shiboprasad Mukherjee - Nandita Roy) পরিচালিত বাংলার...

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...