নেপালের জেন জি ও সাধারণ নাগরিকদের দাবি মেনে অন্তর্বর্তী সরকার গঠন করলেন রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডল। প্রথমবার নেপালের (Nepal) প্রধানমন্ত্রীর আসনে একজন মহিলা। তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি, সুশীলা কার্কি (Sushila Karki)। তাঁর শপথ গ্রহণের পর গোটা নেপালবাসীর আশা, এবার সেখানে শান্তি ফিরবে। সকলেই অভিনন্দন জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রীকে। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

ভারত ও চিনের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে নেপাল। ফলে সেখানে শান্তি বিঘ্নিত হলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতে। ফলে নেপালেন শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী কার্কিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদের অধিকারী হওয়ায় শুভেচ্ছা সুশীলা কার্কিকে। নেপালের মানুষের শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য ভারত দৃঢ় প্রতিজ্ঞ।

I extend my best wishes to Right Hon. Mrs. Sushila Karki on assuming office as the Prime Minister of the Interim Government of Nepal. India remains firmly committed to the peace, progress and prosperity of the people of Nepal.
— Narendra Modi (@narendramodi) September 13, 2025
বাংলার সীমান্তের গুরুত্বপূর্ণ অংশে রয়েছে পর্বতরাষ্ট্র নেপাল। বাংলার মানুষ বিভিন্নভাবে নেপালে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানান নেপালের নবতম প্রধানমন্ত্রীকে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য সুশীলা কার্কিকে (Sushila Karki) অভিনন্দন। নেপালের (Nepal) সঙ্গে বাংলার সীমান্ত রয়েছে, মানুষের সঙ্গে মানুষের গভীর যোগাযোগ রয়েছে। প্রতিবেশী হিসাবে আমাদের গভীর সখ্যতা ও সাহচর্যের দিকগুলিকে লালিত করার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

I extend my best wishes to the Right Honourable Mrs. Sushila Karki on her assumption of office as the Prime Minister of the Interim Government of Nepal. West Bengal has borders with Nepal, and close people-to-people relations. We look forward to nurturing of the deep-rooted ties…
— Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2025
আরও পড়ুন: রাশিয়ায় ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্প! কামচটকা জুড়ে সুনামি সর্তকতা জারি

শুক্রবার রাতে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির বাসভবনেই শপথ গ্রহণ করেন সুশীলা কার্কি। এরপর শনিবার সকাল থেকে গোটা নেপাল থেকে তুলে নেওয়া হয় কার্ফু। তবে জেন জি-র আন্দোলন যাতে কোনওভাবেই অন্য কোনও পক্ষ হাইজ্যাক করে নিতে না পারে, তার জন্য মাঠে নেমেছে সক্রিয় সদস্যরা। পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে আগুন লাগানো ও ভাঙচুর চালানো এলাকাগুলিতে। বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে লুট করা সামগ্রী। সেই সঙ্গে নেপালের সেনাবাহিনী খোঁজ শুরু করেছে জেল পালানো কয়েদিদের। ইতিমধ্যেই ভারতের সীমান্ত পেরিয়ে নেপাল ছাড়তে চাওয়া জেল পালানো ৭৫ জনকে গ্রেফতার করেছে ভারতের সীমা সুরক্ষা বল। তাদের তুলে দেওয়া হয়েছে নেপাল সেনাবাহিনীর হাতে।

–

–

–
