নেপালে সবকিছুই এখন ইতিহাস। রাজতন্ত্র মুছে গণতন্ত্র প্রতিষ্ঠার ১৮ বছর পর ফের রাজতন্ত্রের দাবি। জনবিক্ষোভে প্রধানমন্ত্রীর অপসারণ। টানা ২৭ ঘণ্টা বিক্ষোভ। প্রথম অন্তর্বর্তী সরকার (interim government)। প্রথম মহিলা প্রধানমন্ত্রী যুব সমাজের দাবি মেনে। সেই অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের শপথ পোড়া রাষ্ট্রপতি ভবনের বাইরে। আবার সেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীরই পদত্যাগ দাবি ৪৮ ঘণ্টার মধ্যে। দাবির আওয়াজ তুলছেন তাঁকেই মসনদে বসানো আন্দোলনের নেতা সুদান গুরুং (Sudan Gurung)!

পালাবদলের পরেও অশান্তি থামছেই না নেপালে। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন সুশীলা কার্কি। তখনই ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবার শুরু হবে মন্ত্রিসভার বাকি মন্ত্রীদের শপথ গ্রহণ। সেইমতো মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাসে’ (Shital Niwas) আয়োজন করা হয় শপথ গ্রহণের। কিন্তু জেন-জি (Gen Z) আন্দোলনে পুড়ে ছাই শীতল নিবাস। তাই তার বাইরে অস্থায়ী তাবু খাটিয়ে ইতিহাসকে সাক্ষী রেখে আয়োজন করা হয় তিন মন্ত্রীর শপথ গ্রহণ (oath taking)।

মঙ্গলবার নেপালের অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী এবং বিদ্যুৎ ও সেচ মন্ত্রীর শপথ গ্রহণ হয়। অর্থমন্ত্রী হিসাবে সুশীলা কার্কি (Sushila Karki) বেছে নিয়েছেন প্রাক্তন অর্থ সচিব রামেশর প্রসাদ খনলকে। স্বরাষ্ট্র ও আইন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী ওম প্রকাশ আড়িয়ালকে। বিদ্যুৎ এবং সেচ মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন বিদ্যুৎ দফতরের প্রধান সচিব কুলগাম ঘিসিংকে।

তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ শান্তিপূর্ণ হল না নেপালে। রবিবার প্রধানমন্ত্রীর পদে কাজ শুরু করার পরই শুরু হয় মন্ত্রিসভা গঠনের আলোচনা। জেন-জি আন্দোলনের নেতা সুদান গুরুং (Sudan Gurung) দাবি করেন তাঁর মতামত না নিয়ে মন্ত্রী বাছাই করা হয়েছে। ফলে রবিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান গুরুং সমর্থকরা। দাবি তোলা হয় সুশীলা কার্কির পদত্যাগের।

আরও পড়ুন: অ্যাপের প্রচারক হিসাবে কীভাবে আর্থিক লেনদেন: দিল্লিতে প্রশ্ন মিমিকে

গুরুং সমর্থকদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওম প্রকাশকে তাঁরা চান না। কিন্তু তাঁদের কথা না শুনেই স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করা হয়েছে। সুশীল কার্কি নিজে থেকেই এইসব সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে জেন-জির কথা না মানা হলে তাঁরা ফের কার্কিকে অপসারণের দাবি নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন।

–

–

–

–