‘তেল’: ফের পরিচালকের চেয়ারে ওসি দেবাশিস, ছবির বিষয় চমকপ্রদ

Date:

Share post:

জয়িতা মৌলিক
সময় মতো, সঠিক জায়গায় তেল দিতে পারলে নাকি জীবনের চাকাটা গড়গড় করে চলে। এই ধরনের ‘সুপরামর্শ’ দেন বিজ্ঞজনেরা। তাই বলে কলকাতা পুলিশের দায়িত্বশীল পদে থাকা এক আধিকারিকের এমন কথা! বলবেন, কারণ এখানে তিনি মানিকতলা থানার অফিসার ইন চার্জ নন, তিনি ‘তেল’ নামক শর্ট ফিল্মের পরিচালক। কর্পোরেট জগৎ, সেখানে বসের সঙ্গে কর্মীদের সম্পর্ক এবং কীভাবে তেল দিয়ে সহকর্মীকে সরিয়ে উন্নতি- এই সব নিয়েই দেবাশিস দত্তের (Debashish Dutta) পরের ছবি ‘তেল’।

পুলিশ মহলে ব়্যাফ অ্যান্ড টাফ অফিসার হিসেবে পরিচিত দেবাশিস দত্ত কিন্তু বাংলা ছবির জগতে একেবারেই অপরিচিত নন। তাঁর লেখা গল্প থেকে এর আগে হয়েছে বিগ বাজেট ছবি ‘তেল’ মৃগয়া‘। তার পরে ‘শিবা‘ নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেন তিনি। সেই ছবির বিশেষত্ব ছবিটি নির্বাক। শহরের একেবারে প্রান্তিক কিশোরদের ফুটবল খেলার গল্প নিয়ে তৈরি হয়েছে সেই ছবি। তাতে অনন্যা ভট্টাচার্য ছাড়া আর কোনও পেশাদার অভিনেতা ছিলেন না। 

তবে ‘তেল’-এর স্টারকাস্ট নজর কাড়া। অনেকদিন পরে ক্যামেরার সামনে আবার দেখা যাবে অরিত্র দত্ত বণিককে। রয়েছেন যুধাজিৎ সরকার ও অনন্যা ভট্টাচার্যও (Ananya Bhattacharya)। এই ছবির গল্প ও পরিচালনা দুটোই দেবাশিসের (Debashish Dutta)। গল্প এগিয়েছে একটি কর্পোরেট সংস্থার কর্মজীবন নিয়ে। শুধু কর্পোরেট নয়, সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই বসকে খুশি করতে পারলে উন্নতি তরতর করে হবে। কোম্পানির লাভ, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সব ঠিক আছে, কিন্তু বসকে তেল দিতে না পারলে কর্মীর উন্নতি নেই। আর সেই বিষয়কে নিয়েই এই গল্প এগিয়েছে। 

পরিচালক দেবাশিস জানান, ছবিটি আপাতত সব ফিল্ম ফেস্টিভালে পাঠানো হবে। তার পরে মুক্তির বিষয়ে ভাবা হবে।

spot_img

Related articles

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল...

নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা...

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই...

ফের সুর হারাল বলিউড, অকাল প্রয়াণ ঋষভের

ফের বিনোদন জগতে শোকের ছায়া। দিল্লিতে (Delhi) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। বয়স...