নেদারল্যান্ডসের গেলড্রপ-মিয়ারলো পৌরসভায় শিশু মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে ১০ বছর বয়সী আইরিন রয়। আইরিনের বাবা-মা ২০১৬ সাল থেকে নেদারল্যান্ডসে বসবাস করছেন।

২৬ মে একটি জুরি সকল প্রার্থীর আবেদনপত্র থেকে প্রাথমিক বাছাই করে। এই জুরিতে ছিলেন পৌরসভার মেয়র, যুব বিষয়ক মেয়র পারিষদ, যুব পরিষদ, সিটি কাউন্সিলের প্রতিনিধি এবং যুব ও শিক্ষা নীতি পরামর্শদাতা। এরপর ২০ জুন যুব বিষয়ক মেয়র পারিষদ ও একজন পৌর কর্মী সবচেয়ে উপযুক্ত প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকার নেন। সবশেষে আইরিন রয়কে শিশু মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে আনুষ্ঠানিকভাবে শিশু মেয়র হিসেবে অভিষিক্ত করা হয়। নির্বাচনের পর আইরিন জানিয়েছেন, আগামী এক বছর তিনি সামাজিক সংহতি ও বিভিন্ন সংস্কৃতির অন্তর্ভুক্তি নিয়ে কাজ করতে চান। তার লক্ষ্য হলো পৌরসভায় শিশুদের মতামত এবং অংশগ্রহণকে আরও শক্তিশালী করা।

স্থানীয়রা আইরিনের এই উদ্যোগকে উষ্মভাবে স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বে শিশু ও যুবদের ক্ষমতায়ন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন- শুভেন্দু-অমিতাভের লবির ঠেলায় রাজ্য কমিটি গঠন করতে হিমশিম খাচ্ছেন শমীক!

_

_

_

_

_
_