আগামী রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। কিন্তু তার আগে আরও কোণঠাসা হয়ে পড়ল পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেফারি পাইক্রফট। কিন্তু তাঁর কোনও দোষই খুঁজে পাচ্ছে না আইসিসি (ICC)। পাশাপাশি পাকিস্তানের দাবিও খারিজ হয়ে গিয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে।

ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুসারে, পাকিস্তান দাবি করেছিল আমিরশাহি ম্যাচের আগে পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু আসল ঘটনা হল ম্যাচ রেফারি নিয়ম ভাঙার জন্য ক্ষমা চাননি। ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন। এর পাশাপাশি আইসিসির প্রাথমিক তদন্তেও কোনও দোষ খুঁজে পাওয়া যায়নি। ফলে পাইক্রফটের বিরুদ্ধে কোনও তদন্ত হবে না। যদি পাকিস্তান কোনও তথ্য প্রমাণ দিতে পারে তবেই তদন্ত হবে।

গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। সেই ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি। এমনকি ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়েছিলেন সূর্যকুমার শিবম দুবে। এই পরিস্থিতি বিগত কয়েক দিনে বিতর্ক চরমে উঠে। পাকিস্তানের রাগ গিয়ে পড়ে ম্যাচ রেফারির উপর। তাঁকে সরানোর দাবি তোলে। তাদের দাবি হালে পানি পায়নি। এবার আরও বড় ধাক্কা খেল পাকিস্তান।

আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তান, রেকর্ডের লক্ষ্যে নীরজ

আগামী রবিবার সুপার ফোরের ম্যাচেও ভারত যে কোনও রকম সৌজন্য দেখাবে না পাকিস্তানের সঙ্গে। আইসিসির কাছে আবেদন করেও কোনও লাভ যে হবে না তা বুঝে যাচ্ছে পাকিস্তান। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে শুধুই দুরমুশ হচ্ছে পাকিস্তান।

–

–

–

–

–
–