দেবশিল্পী বিশ্বকর্মা বন্দনায় (Vishwakarma Puja Celebration) মেতে উঠল গোটা টলিউড। কেউ পরলেন নতুন পাঞ্জাবি কেউ ব্যস্ত গাড়ি পুজোয়। একঝলকে দেখে নেওয়া যাক ১৭ সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দিন কোন তারকা কী করলেন?

বুধবার প্রাণখোলা হাসি নিয়ে নীল শাড়িতে খুদেদের সঙ্গে ঘুড়ি ওড়াতে ব্যস্ত হয়ে পড়লেন পুজোর কল্কি (Kalki) তারকা মনামী ঘোষ (Monami Ghosh)। শিশুদের সঙ্গে মিষ্টি আড্ডায় চকোলেট বিতরণ করতেও দেখা যায় অভিনেত্রীকে।

অভিনেতা প্রযোজক দেবের (Dev) প্রোডাকশন হাউসে বিশ্বকর্মা পুজো উদ্বোধনী হাজির ছিলেন অনেক তারকাই। দেবশিল্পীর হাতে চাঁদমালায় দেখা গেল DEV-এর নাম। মেগাস্টার অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করেছেন সুরকার নীলায়ন চট্টোপাধ্যায় (Neelayan Chatterjee)।
বিশ্বকর্মা পুজোর দিনই নিজের নতুন ছবি ‘প্রোমোটার বৌদি’র ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব তাই বিশ্বকর্মা পুজো থেকেই সাজগোজ শুরু অভিনেতা জিতু কামালের(Jeetu Kamal)। বুধবার সবুজ পাঞ্জাবিতে নজর কাড়লেন তিনি।

কয়েক মাস আগেই নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী অনন্যা গুহ। বিশ্বকর্মা পুজোর দিন মন দিয়ে গাড়ি পুজো করতে দেখা গেল তাঁকে।


–

–

–

–

–

–

–

–
–


