চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার, শনিবার সকালে ফের বোমাতঙ্ক রাজধানীতে (Bomb Threat in Delhi Today)। দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল, সর্বোদয় পাবলিক স্কুলের পাশাপাশি নজফগড় এলাকার কিছু স্কুলেও বোমা হামলার হুমকি আসে। পরীক্ষা চলাকালীন এই ধরনের হুমকি আসায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া অভিভাবকরা। দ্রুত খালি করা হয় স্কুল চত্বর। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও পুলিশ। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

–

–

–

–

–

–

–

–

–