দক্ষিণবঙ্গে শনিবার সকালের বৃষ্টিতে প্রবল বাজ পড়ে। সেই সময় ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্খ বাজাতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেটা শুনে আশপাশের বাড়িতেও বাজে শঙ্খ। সেই ধ্বনিতে কম বজ্র গর্জন। টালা প্রত্যয়ের মণ্ডপ উদ্বোধন করে এ কথা জানান স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান।

শনিবার থেকে পুজোর মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে, দেবীপক্ষ শুরু না হওয়ায় তিনি প্রতিমা উদ্বোধন করে না। প্রথমে হাতিবাগান সর্বজানীনের মণ্ডপ উদ্বোধন করেন মমতা। এরপরে যান টালা প্রত্যয়ে। এবার তাদের থিম (Theme) ‘বীজ অঙ্গন’। সেটাও মুখ্যমন্ত্রী করে দেওয়া। থিম সংও মমতার লেখা ও সুর দেওয়া।

এদিকে এদিন সকাল থেকে বর্ষণমুখর দক্ষিণবঙ্গ। কলকাতা ও আশপাশের অঞ্চলে মুহুর্মূহ বাজ পড়ে। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, খুব জোরে জোরে বাজ পড়ছিল। মমতার সঙ্গে থাকেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা। তাঁকে শাঁখ বাজাতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর শঙ্খধ্বনি শুনে আশপাশের বাড়িতেও বাজে শাঁখ। সেই ধ্বনিতে কম বজ্র গর্জন।
আরও খবর: ভাঙা সুরে লেখা এক শেষ গান: ২৩ বছর আগে দুর্ঘটনাতে বোনকে হারিয়ে ছিলেন জুবিন

তখন মুখ্যমন্ত্রীর কাছে খবর আসে কালীঘাটে তাঁর পাড়াতেই একটি বাড়িতে বাজ (Lightning) পড়ে ছাদ ভেঙে যায়। তবে, বরাত জোরে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। সেখানে গিয়ে তাঁদের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পড়শি মমতাকে পাশে পেয়ে আপ্লুত বাসিন্দারা।

–

–

–

–

–

–