সহজ ম্যাচে কঠিন জয়, সুপার ফোরের আগে টিম ইন্ডিয়ার জন্য অশনি সংকেত

Date:

Share post:

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে অনায়াস জয় পেলেও ওমানের বিরুদ্ধে কিন্তু কঠিন পরীক্ষার মুখে পড়তে হল ভারতকে। সুপার ফোরের আগে ওমান ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অশনি সংকেত হয়েই থাকল। ম্যাচ জিতলেও ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা কিন্তু থাকবেই।

ওমানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দলে দুই বদল হয়েছে। শুভমানের সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক শর্মা। টি২০-তে ওপেন করার সুযোগ পেয়ে ফের কাজে লাগাতে পারলেন না গিল।  ৫ রানে আউট হলেন। ওপেনিং জুটির রান না পাওয়ার চিন্তার প্রথম কারণ ভারতের জন্য। তিন নম্বরে সুযোগ পেয়ে সঞ্জু ৫৬ রান করলেন। তবে আরও কোনও ভারতীয় ব্যাটার ওমানের মতো দলের বিরুদ্ধে বড় রান তুলতে পারলেন না।

৮ উইকেট পড়লেও ব্যাট করতে নামনেনি সূর্য, পরীক্ষার নীরিক্ষা করলেন মিডল অর্ডার নিয়ে। কিন্তু পাণ্ডিয়া, অক্ষর, শিবমরা মন ভরাতে পারলেন না। ফলে ২০০ হল না। তুলনায় কমজোর ওমানের বিরুদ্ধে ভারতের ইনিংস থামল ১৮৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের নাজেহাল করে দেয় ওমান। বুমরাহ ছিলেন না। কিন্তু অর্শদীপ, হর্ষিতরা দাগ কাটতে ব্যর্থ হলেন। ওমান ওপেনিং জুটিতেই ৫৬ রান তোলে।  তাঁর বলে ৩২ রানে বোল্ড হন যতিন্দর সিং। কিন্তু এরপর যেন ধনুক ভাঙা পণ করে নেমেছিলেন আমির কালিম এবং হাম্মাদ মির্জা। আমির ৬৪, হাম্মাদ ৫১ রান করে ভারতীয় বোলারদের নিয়ে নাকচোপানি খাওয়ালেন।

শেষ পর্যন্ত অবশ্য অঘটন ঘটেনি। ১৬৭ রানেই থেমে গেল ওমানের ইনিংস, ২১ রানে জয় পেল ভারত। অর্শদীপ, পাণ্ডিয়া, হর্ষিত, কুলদীপ একটি করে উইকেট নেন। শেষ ওভারে বিনায়ক শুক্লাকে ফিরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম ভারতীয় বোলার হিসাবে ১০০ উইকেট নিলেন অর্শদীপের। ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

২ বার ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেল, ক্যাচ মিস করলেন অক্ষর, একাধিক চিন্তা নিয়েই মাঠ ছাড়লেন সূর্য। মাঝে মাত্র একদিন সময়, দ্রুত ভুল শুধরে নিতে হবে ভারতকে।

আরও পড়ুন :কেন বারবার কনডেমড ব্র্যান্ড ভারতীয় ক্রিকেট দলের স্পনসর? জয় শাহদের কেন তদন্তের মুখে ফেলা হবে না?

এদিকে, টসের সময় মজার ঘটনা ঘটে। কাদের বদলে কারা এসেছেন সেটা বলতে গিয়ে শুধু হর্ষিত রানার নাম মনে পড়ে সূর্যের। তিনি বলেন, “আমাদের দলে দুটো বদল হয়েছে। হর্ষিত দলে এসেছে। আরও এক জন এসেছে।”  কোনও ভাবেই দ্বিতীয় জনের নাম মনে পড়ছিল না অধিনায়কের। সঞ্চালক রবি শাস্ত্রী সময় দেন সূর্যকে। কিন্ত তারপরেও মনে করতে না পেরে সূর্য নিজেই বলে ফেলেন  “আমি কি রোহিত হয়ে গেলাম?” বলে নিজেই হাসতে শুরু করেন। সেটা শুনে বাকিরাও হেসে ফেলেন।

spot_img

Related articles

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও...

ইসলামাবাদের পর মুরিদকে! শাহবাজের নির্মম দমননীতিতে নিহত ১৩, আহত শতাধিক

ইসলামাবাদের (Islamabad) পর এবার মুরিদকে-তে (Muridke) জোরদার সরকারবিরোধী আন্দোলন। সোমবার ভোরবেলা পুলিশের গুলিতে অন্তত ১৩ জন বিক্ষোভকারী নিহত...

হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন, চাকরির নিয়োগপত্র-ত্রাণ বিলি: নাগরাকাটায় বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী

প্রতিশ্রুতি মতো ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, হাসিমারার পরে সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে...

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা...