Wednesday, December 10, 2025

সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য দেখে অভ্যস্ত, কিন্তু মায়ের অপমান বরদাস্ত নয়: কাঞ্চন

Date:

Share post:

সমাজমাধ্যমের পাতায় অশ্লীল ভাষায় কুরুচিকর আক্রমণ, অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) প্রয়াত মাকে নিয়ে ন্যক্কারজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে উত্তরপাড়া থানায় (Uttarpara Police Station) এফআইআর দায়ের করলেন বিধায়ক অভিনেতা। স্পষ্ট জানালেন, কোনভাবেই তাঁর মায়ের অপমান বরদাস্ত করবেন না। একই সুর শোনা গেল তাঁর স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের গলায়।

ট্রোল-বিতর্ক যেন তাঁদের নিত্যসঙ্গী, প্রায়শই নেটপাড়ায় আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। এমনকী ছাড় পায় না অভিনেতার দু’পক্ষের সন্তানও! কিন্তু নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শর্তে চলতেই অভ্যস্ত তারকাদম্পতি। তবে এবার আর সহ্য করা গেল না। স্বর্গত মাকে টেনে প্রকাশ্যেই কুরুচিকর ভাষাপ্রয়োগ! অভিনেতা প্রথমে সাইবার ক্রাইমে ইমেইল মারফত অভিযোগ জানান। পরবর্তীতে জানা যায় কুরুচিকর মন্তব্য করেছেন উত্তরপাড়ার এক রূপচর্চা শিল্পী। তারপরে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেতা। কাঞ্চনের কথায়, “অভিনেতা বা বিধায়ক হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে বিচার চাই।” তারকা বিধায়কের সংযোজন, “দীর্ঘদিন থেকেই এহেন কুৎসিত মন্তব্যের শিকার হয়ে আসছি আমরা। আর নয়। অপরপ্রান্তের মানুষটির জানা দরকার কোথায় থামতে হয়! দিনের পর দিন আমাকে, শ্রীময়ীকে, আমার সন্তানকে যেভাবে সোশাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, সেটাও তো একধরনের নিগ্রহই। এবার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। তাই FIR দায়ের করেছি। প্রয়োজনে মানহানি মামলাও করব। অনেক হয়েছে। আর না। এবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই সোশাল মিডিয়ায় এসে যা ইচ্ছে তাই লিখে দেওয়া যায় না। সে কোনও তারকা হোক, বিধায়ক হোক বা সাধারণ মানুষ, কারও সম্পর্কেই মন্তব্য করার সময়ে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।”

spot_img

Related articles

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...