মাদুর্গার আঙিনা বাংলা: সকলের শোনার জন্য গানের অ্যালবামের লিঙ্ক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গোৎসব মানেই বাঙালির মুখে হাসি, মনে আনন্দ। সেই উৎসবের রেশ পড়তেই বাংলার মুখ্যমন্ত্রীর শিল্পী মন জেগে ওঠে। তাঁর লেখা ও সুর দেওয়া গানের ডালি নিয়ে মহালয়াতেই প্রকাশিত হল গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan)। দলীয় মুখপত্র ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবামটি (music album)। সকলের শোনার জন্য সেই অ্যালবামটি ইউটিউবেও (YouTube) আপলোডের কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ (Jagobangla) উৎসব সংখ্যা প্রকাশের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আজ আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ করলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার সকল সহকর্মী। বাংলার দুর্গাপুজোকেন্দ্রিক বিপুল সাহিত্যসম্ভারে ‘জাগো বাংলা’র এই উৎসব সংখ্যাটি একটি মূল্যবান সংযোজন বলে আমি মনে করি। এই প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে, সকল পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ীদেরও জানাই আমার গভীর শ্রদ্ধা।

সেই সঙ্গে গানের অ্যালবাম প্রসঙ্গে তিনি জানান, আজ ওই মঞ্চ থেকে আমার পুজোর গানের নতুন অ্যালবাম (music album), ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan) প্রকাশিত হল। এ প্রসঙ্গে বলি, দিঘায় জগন্নাথ ধাম-এর পর আমরা নিউটাউনে করছি একটি দুর্গা মন্দির। আমি তার নামও ‘দুর্গা অঙ্গন’-ই রেখেছি। বাংলা তো মা দুর্গার আঙিনাই বটে! গানের অ্যালবামটিতে আমার কথা ও সুরে শ্রীরাধা, নচিকেতা, রূপঙ্কর, রাঘব, মনোময়, ইমন, ঐতিহ্য, তৃষা, বাবুল সুপ্রিয়, জীৎ এবং ইন্দ্রনীল মিলে মোট ১৬টি গান গেয়েছে।

আরও পড়ুন: ট্রাম্প-মোদির সাঁড়াশি চাপে দেশবাসী: মার্কিন ভিসা নীতিতে মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী

সেই অ্যালবামের গান সকলের সঙ্গে শেয়ার করে তিনি জানান, দুর্গা অঙ্গন’ অ্যালবামটির ইউটিউব লিঙ্ক আপনাদের জন্য আমি এখান থেকে শেয়ার করছি যাতে আপনারা গানগুলি শুনতে পারেন। আশা করি, আমাদের প্রয়াস আপনাদের ভালো লাগবে। প্রার্থনা করি, এবারের দুর্গা পুজোয় বাংলার প্রতিটি মানুষের জীবন হয়ে উঠুক আলোকোজ্জ্বল।

মহালয়ার দিন অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে অ্যালবামের গানগুলি তুলে ধরা হয়। ২ দিনের মধ্যে ১৬ টি গান লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গান পরিবেশন করেন
শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়- শরত আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে
রূপঙ্কর বাগচী- মন দিয়া, সুর দিয়া
ইমন চক্রবর্তী – ছোট্ট বাগান
ঐতিহ্য – কথায় কথায় ভেসে যাই
মনোময় ভট্টাচার্য – দেশের সেরা বাংলা
তৃষা পাড়ুই- আমার আঁখির উচ্ছ্বাসে
বাবুল সুপ্রিয় – শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে
নচিকেতা চক্রবর্তী – যখন তোমার ভাঙবে ঘুম
ইন্দ্রনীল সেন- ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে, ২৭ এপ্রিল দিঘায় বসে লিখেছিলেন
ইন্দ্রনীল সেন- ওঠো বজ্র কণ্ঠে
রাঘব চট্টোপাধ্যায় আজ অনুষ্ঠানে উপস্থিত না থাকায় কারণে তাঁর গানটি চালানো হয়েছিল। গানটি হল আসল মানুষ।

শুক্রবার সিঙ্গাপুরে একটি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠানের শেষে নীরবতা পালন করা হয়।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...