জল্পনাকে সত্যি করেই একদিনের ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। যদিও একদিনের দল থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হয়নি রোহিত শর্মাকে (Rohit Sharma)। হিটম্যানের হয়ে ব্যাট করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ(Md. Kaif)।

দেড় বছর পরই একদিনের বিশ্বকাপ। কিন্ত রোহিত নন শুভমান গিলের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। যেভাবে রোহিতকে একদিনের দলের নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা মেনে নিতে পারছেন না কাইফ।

নিজের সোশ্যাল মিডিয়ায় কাইফ বলেন, ‘ভারতীয় ক্রিকেটকে ১৬ বছর দিয়েছেন রোহিত শর্মা। আর আমরা তাঁকে আর একটা বছর সময় দিতে পারলাম না? অধিনায়ক হিসেবে রোহিত ১৬ আইসিসি ইভেন্টে মোট ১৫ ম্যাচে জয় পেয়েছেন। একমাত্র ২০২৩ একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রোহিতের কেরিয়ারে শেষ ম্য়াচ ছিল। সেই ম্যাচে সেরা ক্রিকেটার হন। এমনকী, ট্রফিও জিতেছিলেন তিনি।’

কাইফ বলেন, ”দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে ভারতকে সাহায্য করেছে রোহিত। রোহিতের নেতৃত্বে ভারত ট্রফি জিতেছে। ২০২৪ সালের বিশ্বকাপও আছে, রোহিত এমন একজন ক্রিকেটার টি২০ বিশ্বকাপ জয়ের পর নতুন ক্রিকেটারদের উঠে আসার জন্য অবসর নিয়েছিলেন। রোহিত নতুন ক্রিকেটারদের সুযোগ দিতেন। কিন্ত আমরা তাঁকে ২০২৭ সালে বিশ্বকাপে নেতৃত্ব দানের সুযোগ দিলাম না, তার আগেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলাম।”

আরও পড়ুন :একপেশে ম্যাচ, প্রতিদ্বন্দ্বীতা নিয়ে ফের পাকিস্তানকে কটাক্ষ সূর্যকুমারের

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। কিন্তু, এরপর তিনি নিজেই দেশের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। অন্যদিকে, বর্ডার-গাভাসকার ট্রফিতে খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি রোহিত শর্মা। এরপর টেস্ট ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করেন। এবার একদিনের ক্রিকেটেও নেতৃত্ব হারালেনষ খেলবেন শুধুই ক্রিকেটার হিসেবে।

–

–

–

–