উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের সম্ভাব্য দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর দ্বিতীয় সেমিস্টারের ফল ঘোষণা করা হতে পারে। সম্পূর্ণ প্রক্রিয়াটিই হবে অনলাইনে।

সংসদ সূত্রে খবর, পরীক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত, তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতিটি বিষয়ের ভিত্তিতে পার্সেন্টাইল এবং মোট শতাংশের হারও দেখা যাবে অনলাইনে।

সংসদের তরফে জানানো হয়েছে, ফলাফল দেখার বিস্তারিত পদ্ধতি ও সময়সূচি প্রকাশ করা হবে আগামী ২২ অক্টোবর। তবে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরীক্ষার পরেই। মার্কশিটের হার্ড কপিও তখনই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সংসদ, যা আগের বছরের তুলনায় অনেক দ্রুত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – ভিন-ধর্মের যুগলকে গ্রেফতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ: ঐতিহাসিক রায় যোগীরাজ্যের আদালতের

_

_

_

_

_

_
_