বাংলাদেশে আটক সুন্দরবনের ১৪ মৎস্যজীবী, হস্তান্তরে আশাবাদী পরিবার

Date:

Share post:

ফের মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক পশ্চিমবঙ্গের (West Bengal) ১৪ জন মৎস্যজীবী। মৎস্যজীবীরা কুলতলির শানকিজাহান গ্রামের বাসিন্দা। গত ১৩ অক্টোবর তাঁরা ‘FB শুভযাত্রা’ নামের একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। কিন্তু গত শনিবার গভীর সমুদ্রেই ট্রলারের ইঞ্জিন খারাপ হয়ে যায়। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকায় ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়। সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই ট্রলারটিকে আটক করে প্রতিবেশী বাংলাদেশের উপকূলরক্ষী এবং সেনা। তবে বাংলার মানুষ যেখানেই বিপদে পড়েন, সর্বশক্তি দিয়ে রক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আটক হওয়া মৎস্যজীবীদের ক্ষেত্রেও যে তা হবে, বলাই বাহুল্য।

আটক হওয়ার পর কোন মৎস্যজীবী আর বাড়ির সঙ্গে যোগাযোগ করতে করতে পারেননি। তাঁদের বাংলাদেশে আটক হওয়ার খবর সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রায় প্রত্যেক পরিবারের একমাত্র রোজগারি সদস্যরাই বাংলাদেশে আটক হওয়ায় দুশ্চিন্তায় কুলতলির শানকিজাহান গ্রামের বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মৎস্যজীবীদের সংগঠন তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরতে পারবেন বলে তাঁরা আশাবাদী। আরও পড়ুন: খাঁচাবন্দি চা-বাগানোর ত্রাস! জলপাইগুড়িতে চিতাবাঘকে জঙ্গলে ফেরানোর প্রস্তুতি

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় ঘরে ফিরেছেন দক্ষিণ ২৪ পরগনার ৯৫ জন মৎস্যজীবী। দুদেশের জলসীমায় আটক মৎস্যজীবীদের গঙ্গাসাগরে হস্তান্তর করা হয়। মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। তাই এবারেও আশা করা হচ্ছে প্রশাসন হস্তক্ষেপ করলে ঘরে ফিরতে পারবেন কুলতলির মৎস্যজীবীরা।

spot_img

Related articles

প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪...

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায়...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business...