Sunday, November 16, 2025

দুর্যোগে মহারাষ্ট্রকে দেড় হাজার কোটি, বাংলাকে শূন্য! বিজেপির বঞ্চনা ফাঁস করলেন শিণ্ডে

Date:

Share post:

কখনও ডিভিসির ছাড়া জলে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসি। কখনও প্রবল বর্ষণ ও ধসে (landslide) বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। চলতি বছরে বাংলার মানুষ বারবার প্রকৃতি ও মানুষের সৃষ্টির করা দুর্যোগে প্রবলভাবে বিপর্যস্ত। তা সত্ত্বেও বাংলার মানুষের জন্য এতটুকু প্রাণ কাঁদেনি কেন্দ্রের নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের। যে ধসে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার কার্যত গোটা ভূমিরূপই বদলে গিয়েছে, সেখানে কেন্দ্র থেকে এক পয়সার সাহায্য পায়নি বাংলা। অথচ বন্যা বিপর্যস্ত মহারাষ্ট্রের (Maharashtra) জন্য দেড় হাজার কোটি অর্থ সাহায্য পাঠালো কেন্দ্রের সরকার। মহারাষ্ট্রের এই অর্থ সাহায্যের কথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানোর পরই স্পষ্ট হয়ে যায় কেন্দ্রের বঞ্চনার ছবিটা।

উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দাবি করেছিলেন, মিরিকে ধসে যে বিপর্যয় হয়েছে তাতে সেই সব এলাকায় আর বাড়ি তৈরিই সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন জায়গা নির্দিষ্ট করে তাঁদের বাড়ি তৈরির ব্যবস্থা করতে হবে। কিন্তু কাকে? রাজ্য সরকারের উপরই সব দায় চাপান বিরোধী দলনেতা (leader of opposition)। তবু কেন্দ্রের থেকে এক পয়সা সহযোগিতা আনার কথা তিনি বলেননি। অথচ না চাইতেই মহারাষ্ট্র (Maharashtra) পেল দেড় হাজার কোটির বেশি। কারণটাও অনুমান করা খুব সহজ। ডবল ইঞ্জিন (double engine) রাজ্যের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষপাতিত্ব।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, মহারাষ্ট্রের বন্যা বিধ্বস্ত মানুষের জন্য কেন্দ্রের সরকার ১,৫৬৬ কোটি টাকার সাহায্যের (central aid) ঘোষণা করেছে। এতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা পৌঁছে দিতে, তাঁদের জন্য অতিরিক্ত সহযোগিতাও পৌঁছে দেওয়ার কাজ যত দ্রুত সম্ভব করা যাবে। কেন্দ্রের সরকারের এই সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন করতেও ভোলেননি শিণ্ডে।

আরও পড়ুন: রাশিয়ার তেল নিয়ে নতুন হুমকি ট্রাম্পের: আরও পিচ্ছিল ভারতের তেলের পথ

আর সেখানেই স্পষ্ট বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার ছবিটা। উত্তরবঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বরা বারবার ‘সফর’ করেছেন। তা সত্ত্বেও কেন্দ্রের থেকে উত্তরবঙ্গের সর্বহারা মানুষের জন্য অর্থ সাহায্যের ব্যবস্থা করতে এগিয়ে আসেননি তাঁরা। কেন্দ্রের সরকারের থেকে কোনও সহযোগিতা যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাশাও করেন না। ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করা থেকে মৃতদের পরিবারকে চাকরির নিশ্চয়তা প্রদান – সব ব্যবস্থাই রাজ্যের সরকার করেছে। যদিও এরপরেও প্রায় একই সময়ে বন্যার কবলে পড়া মহারাষ্ট্রের জন্য দেড় হাজার কোটি বরাদ্দ করার ঘোষণা পক্ষপাতিত্বের চরম উদাহরণ। এমনকি এই পর্বে বন্যা বিপর্যস্ত কর্ণাটককেও (Karnataka) আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্রের সরকার। অথচ বঞ্চিত থাকল শুধুই বাংলা।

spot_img

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...