Thursday, December 18, 2025

রাশিয়ার তেল নিয়ে নতুন হুমকি ট্রাম্পের: আরও পিচ্ছিল ভারতের তেলের পথ

Date:

Share post:

রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় সামগ্রীর উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই ক্ষতি সহ্য করেও ভারতের বিদেশমন্ত্রক (MEA) সস্তার রাশিয়ার তেল (russian crude oil) কেনার উপরই আস্থা রেখেছে। যদিও এরপরও বারবার ট্রাম্প দাবি করে গিয়েছেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁর কথা হয়েছিল। যেখানে তিনি না কি রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এবার ট্রাম্প (Donald Trump) দাবি করলেন ভারত যদি রাশিয়া থেকে তেল রাশিয়া থেকে আরও তেল কেনে তবে আমেরিকা (USA) ভারতের উপর আরও শুল্ক (tariff) চাপাবে।

মার্কিন শুল্কের (US tariff) দেড় মাস পরে ভারতের বস্ত্র শিল্প থেকে সামুদ্রিক খাবার, গয়না শিল্পের একটা বড় অংশ ব্যাপক ক্ষতির মুখে। একটা বড় অংশের ব্যবসায়ী ও রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা আমেরিকামুখী পথ থেকে সরে এসে নতুন বাজারের সন্ধানে। বহু কর্মহীন শ্রমিক, লোকসানে থাকা ব্যবসার দিকে না তাকিয়েই রাশিয়া থেকে তেল কেনার পথেই অটল রয়েছে ভারত। এরই মাঝে নতুন দাবি ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যদি ভারত রাশিয়ার থেকে এখনও তেল কেনার কথা বলে থাকে, তবে তাদের অনেক শুল্ক দিতে হবে। আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার থেকে আর তেল (Russian crude oil) কিনবেন না বলে। তবে যদি তারা সেটা না করে তবে তাদের আরও চড়া হারে শুল্ক (tariff) দিতে হবে।

আরও পড়ুন: নো কিংস আন্দোলনে উত্তাল আমেরিকা, খোশ মেজাজে ট্রাম্প

নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর তেল কেনা সংক্রান্ত কথা হয়েছে। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেনি প্রধানমন্ত্রীর দফতর (PMO) বা বিদেশ মন্ত্রক। সেক্ষেত্রে কম দামে জ্বালানি কেনার পথ থেকে ভারতকে সরে আসতে হবে কিনা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তা নাহলে আমেরিকার শুল্কের চাপে আরও কোন কোন ভারতীয় শিল্পকে মুখ থুবড়ে পড়তে হবে, তা নিয়ে উৎসবের মরশুমের শেষেই শুরু হচ্ছে জল্পনা।

spot_img

Related articles

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...