বহু বছর ধরে কালীঘাটে নিজের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) । এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নিজে দাঁড়িয়ে থেকে পুজোর সব তদারকি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজে হাতে ভোগ রাঁধেন। দীপ জ্বালান বাড়ির সর্বত্র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) সন্ধে থেকেই সপরিবারে উপস্থিত ছিলেন বাড়ির পুজোয়। প্রতিবারের মতো এবারও তিনি যজ্ঞে বসেন। সবশেষে অঞ্জলি দিয়ে পুজো শেষ হয়।

সোমবার সন্ধের আগেই পুজো শুরু হয় কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে। কালী প্রতিমার সাজ থেকে শুরু করে পুজোর সবকিছুই নিজে তদারকি করেছেন রাজ্যে প্রশাসনিক প্রধান। প্রতিবারের মতো এবারও ভোগ রাঁধেন তিনি।

লেক কালীবাড়িতে পুজো দিয়ে কালীঘাটের বাড়িতে সপরিবারে পৌঁছে যান অভিষেক। প্রতিমা নমস্কার করে, কথা বলেন উপস্থিত সকলের সঙ্গে। এরপরে যজ্ঞে বসেন তিনি। সব রকম উপাচার পালন করে হয় যজ্ঞ। বাবার পিছনে সবসময় বসে ছিল কন্যা আজানিয়া। একসময় যজ্ঞের তাপ থেকে তাকে নিজের আঁচল দিয়ে আড়াল করে রাখেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও সেই দৃশ্য চোখে পড়ে। পুজো শুরুর সময়ে দুই অভিনেত্রী জনপ্রতিনিধি জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ অন্যান্য আমলারা। শত ব্যস্ততার মধ্যেও তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের কাছে পৌঁছে দেন। আরতির পঞ্চ প্রদীপ।

আরও পড়ুন – ন্যূনতম ব্যালান্স ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট! ঢালাও সুবিধা আনল রিজার্ভ ব্যাঙ্ক

_

_

_

_

_
_