ভারতীয় সেনার তিন বাহিনীর সমন্বয়ের কারণেই পাকিস্তানের হামলার মোক্ষম জবাব দেওয়া সম্ভব হয়েছিল, সেনার তিন শীর্ষ আধিকারিক ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শেষ হওয়ার পরই ব্যাখ্যা করে দিয়েছিলেন। ছয় মাস পরে সেই কৃতিত্বের জন্য ভারতীয় নৌসেনাকে (Indian Navy) প্রশংসায় ভরিয়ে দিতে আইএনএস বিক্রান্তে (INS Vikrant) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রশ্ন হল, ছয় মাস পরে কেন? উৎসবের মরশুম শেষ হলেই বিহারে নির্বাচন (Bihar Assembly Election)। প্রতিবেশী বাংলায় নির্বাচনের দামামাও বেজে যাবে উৎসবের মরশুমের শেষে। নির্বাচনের আগে বিজেপি যেভাবে দেশাত্মবোধের জিগির তুলে ভোটের ফায়দা লোটার চেষ্টা চালায়, কার্যত সেই ঢঙেই দীপাবলিতে (Diwali) ভারতীয় নৌসেনা জওয়ানদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন আরব সাগর বরাবর পাকিস্তানের গতিবিধি নিরীক্ষণ করা থেকে বিমান বাহিনীর যুদ্ধবিমান ওড়ানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আইএনএস বিক্রান্ত। সোমবার দীপাবলিতে ভারতীয় নৌবাহিনীর সেই যুদ্ধ জাহাজের (warship) কৃতিত্ব নতুন করে বলতে শোনা গেল নরেন্দ্র মোদিকে। নির্বাচনের মুখে ফের পাকিস্তান কীভাবে আইএনএস বিক্রান্তের বিক্রমে কাঁপছিল, সেই বর্ণনা করেন মোদি। আবার আইএনএস বিক্রান্তকে (INS Vikrant) একবিংশ শতাব্দীতে ভারতের কঠোর পরিশ্রম, মেধা, প্রভাব ও নিষ্ঠার সাক্ষী হিসাবে তুলে ধরা যায় বলে দাবি করেন মোদি (Narendra Modi)।

মার্কিন শুল্কের (USA tariff) চাপে মুখ থুবড়ে পড়া দেশের অর্থনীতির ক্রম নিম্নগতিতে কিছুতেই লাগাম লাগাতে পারছে না নরেন্দ্র মোদির অর্থ দফতর। এই পরিস্থিতিতে এবার সামরিক সামগ্রী বিক্রি করে রোজগারের চেষ্টা চালাচ্ছে ভারত। দীপাবলিতে ভারতীয় নৌসেনার (Indian Navy) সামনে সেই পরিসংখ্যান তুলে ধরেন মোদি। তিনি জানান, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ভারত ৪০ টি যুদ্ধজাহাজ (warship) ও ডুবোজাহাজ (submarine) তৈরি করেছে। যদিও সেগুলি বিশ্বের কোনও দেশে বিক্রি হয়েছে, কি না, তা স্পষ্ট করেননি তিনি।

আরও পড়ুন: রাশিয়ার তেল নিয়ে নতুন হুমকি ট্রাম্পের: আরও পিচ্ছিল ভারতের তেলের পথ

ভারতীয় নৌসেনার জওয়ানরা ‘অপারেশন সিঁদুর’-কে উৎসর্গ করে একটি গান রচনা করেন। সেই গানে সুর দিয়ে নরেন্দ্র মোদির সামনে পেশ করা হয়। এরপর দেশের স্বার্থে উৎসবেও ঘরছাড়া নৌসেনা জওয়ানদের উজ্জ্বীবিত করতে সচেষ্ট হন মোদি। তিনি দাবি করেন, যে সমুদ্র বেষ্টিত হয়ে নৌসেনা জওয়ানরা এই দীপাবলি অতিক্রম করছেন, সেই সমুদ্রের জলে সূর্যের আলো পড়েই দীপাবলির সাজ তৈরি হয়েছে। আর তাতেই যেন নৌসেনা জওয়ানদের দুধের স্বাদ ঘোলে মেটানোর মোদির বার্তা।

–

–

–

–

–