ঋত্বিক ঘটক পরিচালিত ছবিতেই আসরানির প্রথম অভিনয়!

Date:

Share post:

আলোর উৎসবের রাতেই বিষাদের ছায়া। বলিউড (Bollywood) হারায় তার একযুগের কৌতুক সম্রাট তথা বরিষ্ঠ অভিনেতাকে। ৮৪ বছরের প্রবীণ অভিনেতা আসরানির (Asrani) প্রয়াণে শোকজ্ঞাপন করে ফেসবুকে পোস্ট করেন চলচ্চিত্র সমালোচক ও সাংস্কৃতিক বিশ্লেষক দেবাশিস মুখোপাধ্যায়। আর সেখান থেকেই সামনে আসে এমন তথ্য যা অনেকেরই অজানা। হরে কাচ কি চুড়িয়াঁ’ নয়, আসরানি প্রথম অভিনয় করেন ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) ছবিতে। নাম ‘ফিয়ার’ (Fear)। 

সোমবার বিকেল ৪টে নাগাদ প্রয়াত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা আসরানি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে স্যোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করেন অনেকেই। সেই রকমই দেবাশিস মুখোপাধ্যায়ও (যিনি দেমু নামে লেখেন) পোস্ট করেন। সেখানেই তিনি জানান, ১৯৬৪ সালে ঋত্বিক ছিলেন পুনে ফিল্ম ইনস্টিটিউট-এর অধ্যাপক। আর তাঁর ছাত্র ছিলেন আসরানি। ১৯৬৪-৬৫ সালের অ্যাক্টিং কোর্সের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিলেন ঋত্বিক। ‘ফিয়ার’ নামে ওই ছবিতে অভিনয় করেন আসরানি। আসরানিকে দেখিয়েই ছবিটি শুরু হয়। ছবিতে ক্যাপ্টেনের ভূমিকায় অবিনয় করা আসরানির সংলাপ হয়ত কম ছিল, কিন্তু তাঁর নির্বাক অভিনয়ও নজর কাড়ে। 

ছবির টাইটেল কার্ডে প্রথমেই নাম ছিল আসরানির (Asrani)। তবে, সেই তালিকায় আরও কিছু নাম ছিল, পরবর্তীকালে যাঁরা বলিউড কাঁপিয়েছেন। যাঁর মধ্যে অন্যতম সুভাষ ঘাই। ওই পোস্টের কমেন্টেই অনেকে লিখেছেন, শুধু আসরানি নন, ঋত্বিক ঘটকের ছাত্র ছিলেন বিধু বিনোদ চোপড়াও। জানা যায়, জয়া ভাদুড়িও ছিলেন আসরানির সহপাঠী। 

আরও একটি চমকপ্রদ তথ্য, ‘শতরঞ্জ কে খিলাড়ি’-তে নবাব ওয়াজিদ আলি শাহের চরিত্রে প্রথমে আসরানিকেই বেছেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। কিন্তু সেটির জন্য আসরানিকে অনেক ওজন বাড়াতে হত।

ফিয়ার স্বপ্নদৈর্ঘ্যের ছবিটি কিছুদিন আগে নিজস্ব ইউটিউব চ্যানেলে (YouTube) আপলোড করেছে NFDC।

spot_img

Related articles

নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা...

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই...

৩০ বছর পর ফিরল দৃষ্টি! চোখে ইমপ্লান্ট বসানোয় সফল ট্রায়াল

তিন দশক আগে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নতুন প্রযুক্তির কল্যাণে আবার ফিরে পেলেন সেই দৃষ্টি। ক্যালিফোর্নিয়ার বায়োটেক...

দুর্গাপুর-কাণ্ডে এবার টিআই প্যারেড, গোপন জবানবন্দি ২ অভিযুক্তর

দুর্গাপুরের (Durgapur Rape case) বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬জনের মধ্যে পাঁচজনের টিআই প্যারেডের অনুমতি...