দীর্ঘ কয়েক মাস ধরে বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। একাধিক দলের সঙ্গে আলোচনা। অ্যাজেন্ডা তৈরি। বিরোধী দলের সদস্যদের নিয়ে ভোটার অধিকার যাত্রা। তা সত্ত্বেও নির্বাচনের দিন পনেরো আগেও আসন রফা হল না বিরোধী শিবিরের (opposition front)। শেষে কী তীরে গিয়ে তরী ডুববে? যদিও সেই প্রশ্নের জবাবে আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) দাবি করলেন বৃহস্পতিবারই বিরোধী শিবিরের জোটের ছবি স্পষ্ট হয়ে যাবে।

মাত্র দুদিন আগে বিহারের প্রধান বিরোধী দল লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) আরজেডি (RJD) তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে নাম রয়েছে ১৪৩ জনের। এর আগে তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস (Congress)। তাতে নাম ছিল ৬১ জনের। গত নির্বাচনের থেকে ৯ জন প্রার্থী কম দিয়েছে কংগ্রেস। মূলত, কংগ্রেসের আসনের দাবি নিয়ে যে প্রশ্ন উঠলে নিজেদের অবস্থান থেকে সরে আসে তারা।

যদিও ইতিমধ্যেই বিহারের আটটি কেন্দ্রের বিরোধী জোটের প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে লড়ছেন। নরকাটিয়াগঞ্জ, বৈশালী, রাজাপকর, রসেরা, বাছওয়াড়া, কাঁহালগাঁও, বিহারশরিফ, সিকন্দরা কেন্দ্রগুলিতে লড়াইটা যেন বিরোধীদের নিজেদের মধ্যেই। এখানে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী আরজেডি (RJD)।

আরজেডির অন্তর্দ্বন্দ্ব এতই প্রবল আকার ধারণ করেছে যে তেজস্বী যাদবের নিজের কেন্দ্রে আরজেডির তরফ থেকে আরও এক প্রার্থী মনোনয়ন দাখিল (nomination file) করেছেন। যদিও একে রাজনৈতিক পন্থা বলে রাজনীতিকদের একাংশ দাবি করছেন। তবে বামেরা অর্থাৎ সিপিআইএমএল (CPIML) এখনও আসন রফা নিয়ে খুশি নয়। অন্যদিকে মাত্র ছয়টি আসনের দাবি জানিয়ে একাই লড়ার ঘোষণা করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। পরে যদিও নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: দলের প্রতীকে লড়া প্রার্থীর বিরুদ্ধেই প্রচার করবেন RJD নেতা তেজস্বী!

এরই মধ্যে বুধবার সাংবাদিক বৈঠক করে নতুন প্রতিশ্রুতির ঘোষণা করেন আরজেডির (RJD) তেজস্বী যাদব। দাবি করেন, বিরোধী জোট ক্ষমতায় এলে জীবিকা দিদিদের মাসিক বেতন ৩০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে নারী প্রগতি ও অর্থনৈতিক স্বাধীনতার প্রতিশ্রুতিতে ‘মা’ ও ‘বেটি’ প্রকল্প আনারও ঘোষণা করেন। তবে সেই সঙ্গে তিনি এটাও দাবি করেন, মহাজোটে কোনও সমস্যা নেই। সবই স্পষ্ট হয়ে যাবে আগামীকাল। জোটের জট কাটাতে বুধবারই কংগ্রেস নেতা অশোক গেহলট (Ashoke Gehlot) দেখা করেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে। কংগ্রেসের দাবি, যে কোনও মূল্যে জোট রক্ষা করতে হবে।

–

–

–

–