ফের বিনোদন জগতে শোকের ছায়া। দিল্লিতে (Delhi) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। পরিবারের সঙ্গে দিওয়ালির ছুটি কাটাতে মুম্বই থেকে দিল্লি আসেন তিনি। সেখানেই মঙ্গলবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সূত্রে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন গায়ক।

সঙ্গীত মহলে ঋষভ ফকিরা নামেই পরিচিত ছিলেন। একাধিক গান গেয়েছেন ঋষভ, যার মধ্যে অন্যতম হল ‘ইয়ে আশিকি’, ‘ইশ্ক্ ফকিরা, ‘চাঁদ তু’। ঋষভ নিজেই নিজের গানে সুর করতেন। গায়ক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করে ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝোঁকেন ঋষভ ট্যান্ডন। ‘ফকির – লিভিং লিমিটলেস’ এবং ‘রুশনা: দ্য রে অফ লাইট’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত পান তিনি। কয়েক দিন আগে করবা চৌথে স্ত্রী ওলেসা ট্যান্ডনকে নিয়ে সেই বিশেষ দিন উদ্যাপনের বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। আরও পড়ুন: মত্ত অবস্থায় বন্ধুকে পিটিয়ে খুন! মহেশতলায় গ্রেফতার দুই ভাই

ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, তিনি বেশ কিছু নতুন প্রোজেক্টে কাজ করছিলেন। বেশ কয়েকটি অসমাপ্ত ট্র্যাক সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তারই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঋষভ ট্যান্ডন আর আমাদের মাঝে নেই। তিনি দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই সময়ে আমরা আমাদের প্রাইভেসি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।”

–

–

–

–

–

–

–